কবিতা : বিচিত্র রঙমশাল




০২ মে ২০২৩ ইং
ফাতেমা ইসরাত রেখা


ফাতেমা ইসরাত রেখা:

এখনো সবুজ বসন্ত উঁকি দিয়ে আছে বাইরে
অনর্গল বৃষ্টির সন্ধ্যা উপেক্ষা করে প্রতিদিন। 
আমি অবাক হয়ে ভাবি 
পৃথিবীর মানুষগুলো কত বিচিত্র! 
কখনো কখনো দু'চোখের সীমানার ভাঙা কার্নিশে
দিগন্তের ঐ দূরে ঝুলে থাকতে দেখি 
বেওয়ারিশ একটি মৃতদেহ মুখোশে ঢাকা 
মানুষের বিচিত্র অবয়বে বিচিত্র রঙমশালে। 

গোধুলির আবছায়া আলোর আবির ছড়িয়ে পড়ে 
কেমন একটা কোমল প্রকৃতি জেগে ওঠে সহাস্যে
কবিতার পাতায় ভেজা চাঁদ লুকিয়ে হাসে 
তোমার স্খলনে ভুলে ভরা দাম্ভিকতার। 
নির্বাসিত সময়ের প্রশ্রয়ে ভেসে যায় জীবন 
প্রতিদিনের সামাজিক সংকটে পিছিয়ে পড়ে সম্পর্ক 
অথচ এই একটি সম্পর্কই মানুষকে বাঁচার স্বপ্ন দেখায়। 

রাতের গভীরতা বাড়তে থাকে নিত্য নত হয়ে 
তোমার দরজার বাইরে তখনও দাঁড়িয়ে থাকে 
আমাদের অনুভূতিময় সময়ের কাব্যের স্রোতধারা। 
অভিমানী সময়ের সিঁড়ি বেয়ে জেগে ওঠে দুর্ভিক্ষ 
পালছেঁড়া নৌকার প্রবাহমান ধারায় মাঝিহীন
তুমি তখনও বেঘোর ঘুমে আচ্ছন্ন কেবল 
মৃত সময়ের মৃত মানুষের মতোই কার্নিশ ছুঁয়ে।

ফাতেমা ইসরাত রেখা 
সাহিত্য সম্পাদক 
মুক্তির ৭১ নিউজ ডট কম