ইউপি সদস্যসহ ৮ জুয়াড়িকে আটক করেছে পুলিশ


ইউপি সদস্যসহ ৮ জুয়াড়িকে আটক করেছে পুলিশ

২৭ এপ্রিল ২০২৪ ইং
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি:




দিনাজপুরের খানসামায় জুয়ার আসর থেকে এক ইউপি সদস্যসহ ৮ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (২৭ এপ্রিল) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।


আটকরা হলেন- পার্শ্ববর্তী নীলফামারী জেলার সদর উপজেলার দক্ষিণপাড়া এলাকার ওয়াহেদ শেখের ছেলে মো. মাজেদুল ইসলাম মানিক (৩৮), হারোয়া মিশনপাড়া এলাকার মৃত আফেজ উদ্দিনের ছেলে নুরুল ইসলাম ওরফে মাশান (৬০), 

সৈয়দপুর উপজেলার মৃত নশেতুল্লাহ ওরফে নমেতুল্ল্যাহ সরকারের ছেলে ফজলুল হক (৫১), 

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সাতনালা এলাকার মৃত ফরমান আলীর ছেলে মোকলেছুর রহমান (৫৫), খানসামা উপজেলার টংগুয়া এলাকার ধীরেন্দ্রনাথ রায়ের ছেলে সুধীর চন্দ্র রায় (৪২), একই এলাকার অতুল চন্দ্র রায়ের ছেলে নারায়ণ রায় (২৫), বাবুল চন্দ্র রায়ের ছেলে  মানিক চন্দ্র রায় (২০) এবং অনিমেষ রায়ের ছেলে অর্জুন কুমার রায় (২০)।


পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নে মাগুরমাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ের উত্তর দিকে জহির সরকারের কাঁটা ভুট্টা ক্ষেতে অভিযান চালায় পুলিশ। এ সময় টাকার বিনিময়ে জুয়া খেলা অবস্থায় ৮ জনকে আটক করে।


এ ঘটনায় শনিবার (২৭ এপ্রিল) দুপুরে খানসামা থানায় একটি মামলা দায়ের হলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


খানসামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে বলেন, তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদক ও জুয়ামুক্ত গড়তে আমরা সর্বদা সজাগ আছি।

মুক্তির ৭১/নিউজ /আজিজার