বারহাট্টায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার


বারহাট্টায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি

০৭ এপ্রিল ২০২৪ ইং
নেত্রকোনা প্রতিনিধি


নেত্রকোনা প্রতিনিধি:



নেত্রকোনার বারহাট্টা  উপজেলার বাউসী ইউনিয়ন ও সাহতা ইউনিয়নের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হতে প্রাপ্ত মানবিক সহায়তা কর্মসূচি আওতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে  গরিব অসহায়দের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি। 

তিনি বলেন, দুস্থ দরিদ্র অসহায়দের মাঝে পবিত্র ঈদুল ফিতরের ১০ কেজি চাল বিনামূল্যে বিতরণ করা হচ্ছে কোথাও কোন অনিয়ম থাকলে ব্যবস্থা গ্রহণ করা হবে।চেয়ারম্যানদেরকে সুষ্ঠু এবং সুন্দরভাবে চাল বিতরণ করার জন্য পরামর্শ দেন। 


এদিকে বাউসী ইউনিয়নের  চেয়ারম্যান শামছুল হক এর নেতৃত্বে  উপজেলা ট্যাগ অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন,মোঃআব্দুর  ছবুর মিয়া সহকারী শিক্ষা অফিসার সহ ইউনিয়ন পরিষদের সদস্যদের উপস্থিতিতে ইউনিয়নের  উপকারভোগীদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।


অপরদিকে,সাহতা ইউনিয়নে চেয়ারম্যান মিজানুর রহমান  চঞ্চল  এর নেতৃত্বে ও উপজেলা ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা,রফিকুল ইসলাম সহ ইউনিয়ন পরিষদের সদস্যদের উপস্থিতিতে  ইউনিয়নে  উপকারভোগীদের মাঝে ভিজিএফের চল বিতরণ করা হচ্ছে।


উপকারভোগীরা এরকম ঈদ উপহার পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

মুক্তির ৭১/নিউজ /কামরুল