কলাপাড়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন


কলাপাড়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

১৭ মার্চ ২০২৪ ইং
রাসেল মোল্লা


রাসেল মোল্লাঃ  



পটুয়াখালীর কলাপাড়ায়  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন  করা হয়েছে।


দিবসটি পালন উপলক্ষে রবিবার সাড়ে নয়টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। 


এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, উপজেলা নির্বাহী অফিসার  মোঃ জাহাঙ্গীর হোসেন, কলাপাড়া থানার ওসি মোঃ আলী আহমেদ,  উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, সাধারণ  সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার,  কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র মোঃ হুমায়ুন কবির, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন  সম্পাদক অধ্যক্ষ মনজুরুল আলম, মহিপুর থানা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান বুলেট  সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ। 


পুষ্প স্তবক অর্পণ শেষে শিল্পকলা হলরুমে  ইউএনও’র সভাপতিত্বে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বিশেষ আলোচনা সভা কবিতা আবৃতি সংস্কৃত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠান শেষে   শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 


এর আগে সূর্যোদয়ের সাথে সাথে  উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন। সকাল সাড়ে নয়টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর জীবন, দর্শন ও বর্ণাঢ্য রাজনীতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।