ঠাকুরগাঁওয়ের শ্রেষ্ঠ এএসপি হলেন রেজাউল হক


ঠাকুরগাঁওয়ের শ্রেষ্ঠ এএসপি হলেন রেজাউল হক

১৭ মার্চ ২০২৪ ইং
বিশেষ প্রতিনিধি

বিশেষ প্রতিনিধি:


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল-বালিয়াডাঙ্গী  সার্কেলের সহকারী পুলিশ সুপার,  (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাঃ রেজাউল হক বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা নিষ্পত্তি, বিট পুলিশিং জোরদার করন সহ গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন করায় জেলা পুলিশ সুপার(এসপি) উত্তম প্রসাদ পাঠকের কাছ থেকে বিশেষ সন্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট উপহার পেয়েছেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের সামগ্রিক মূল্যয়নে  জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসাবে তিনি নির্বাচিত হয়েছেন।


গত মঙ্গলবার (১২ মার্চ ) জেলা শহরের পুলিশ সুপার কার্যালয়ে এ সন্মাননা প্রদান করা হয়। পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক এ সন্মানা ক্রেষ্ট তুলে দেন।


সহকারী পুলিশ সুপার,মোহা: রেজাউল হক ২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর   রাণীশংকৈল-বালিয়াডাঙ্গী  সার্কেলে যোগাদান করেন। যোগদানের পর থেকে তিনি রানীশংকৈল এবং বালিয়াডাঙ্গী থানা এলাকায় চুরি প্রতিরোধ, মাদক উদ্ধার, সর্বোচ্চ ওয়ারেন্ট তামিল, বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনসহ বিট পুলিশিং এর মাধ্যমে সাধারণ মানুষের মাঝে পুলিশি সেবাকে পৌঁছে দিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি স্কুল কলেজের ছাত্রছাত্রীদের পড়ালেখায় মনোযোগীসহ বিভিন্ন দিক নিদর্শনা মুলক প্রচারনা অব্যহত রেখেছেন।


সহকারী পুলিশ সুপার, রাণীশংকৈল- বালিয়াডাঙ্গী সার্কেল, মোহা: রেজাউল হক বলেন, এ সার্কেলে যোগদানের প্রায় ০৬ মাস হচ্ছে। যোগদানের পর এ সার্কেলের অধীন রানীশংকৈল ও বালিয়াডাঙ্গী থানা এলাকায় হত্যা মামলাসহ বিভিন্ন  মামলার আসল রহস্য উদঘাটন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা নিষ্পত্তি করতে পেরেছি এবং বিভিন্ন রকম ভাবে মানুষের সেবা দিয়ে যাচ্ছি, আগামীতেও এ সেবা অব্যহত রাখার সব্বোর্চ্চ চেষ্টা করবো।