ইবিতে সুবিধাবঞ্চিত শিশুদের সাথে সি আর সির ইফতার মাহফিল


ইবিতে সুবিধাবঞ্চিত শিশুদের সাথে সি আর সির ইফতার মাহফিল

১৬ মার্চ ২০২৪ ইং
ইবি প্রতিনিধি


ইবি প্রতিনিধি:



পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া (ইবিতে) কাম ফর রোড চাইল্ড( সি আর সি) সংগঠনের  উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের সাথে নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।


শনিবার  (১৬মার্চ) ইফতারের পূর্ব মুহূর্তে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী শেখপাড়া মধ্যপাড়া এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের সাথে  এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।


সি আর সি ইবি শাখার সভাপতি শাহীদ কাওসার এর সভাপতিত্বে  উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি মনজুরুল ইসলাম নাহিদ, রোভার স্কাউটের সভাপতি মূছা হাসেমী, তারুণ্যের সেক্রেটারি প্রত্যয়। 

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন সি আর সির সাধারণ সম্পাদক ইমদাদুল হক, সহ সভাপতি সৌরভ, হাসিবুর, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম,  সাব্বির সি আর সির স্কুল পরিচালক মশিউর, দপ্তর সম্পাদক মুরছালিন, সি আর সি স্কুল ইবি শাখার শিক্ষক মিতা, সিমা, তানভির, তাহমিদ প্রমুখ সহ সাংবাদিক  উপস্থিত ছিলেন।


প্রেস ক্লাবের সভাপতি মনজুরুল ইসলাম নাহিদ তার বক্তব্যে বলেন  সি আর সি ইবি শাখা যে ভাবে এগিয়ে যাচ্ছে আশা করি সামনে আরও অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম আমাদের উপহার দিবে।


রোভার স্কাউটের সভাপতি মূছা হাসেমী বলেন দেশ ও জাতির কল্যানে সি আর সি শিশুদের নিয়ে বিভিন্ন কাজ করে যাচ্ছে, তাদের এই কাজকে আল্লাহ কবুল করুক।


তারুণ্যের সেক্রেটারি প্রত্যয় বলেন, সি আর সি অনেক ভালো কাজ করে তাদের কাজের সাথে থাকতে পেরে নিজেকে গর্ববোধ  করছি।



সংগঠনটির সভাপতি জানান, 'এটি একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন, আমরা আমাদের  লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি । তিনি আরো বলেন, মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টির প্রত্যাশায় আমরা মুসলমানরা এক মাস ধরে রোজা পালন করি, যার মূল দর্শন হলো আত্মসমর্পণ। ধৈর্য, সংযম, আত্মনিয়ন্ত্রণ, আনুগত্য এবং আত্মশুদ্ধির শিক্ষায় দীক্ষিত হয়ে পারস্পরিক শ্রদ্ধায় সৌহার্দ্য, শান্তি, সমৃদ্ধি এবং সহিষ্ণুতা বৃদ্ধি পাবে। ফলে সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষের মধ্যে মানবিক মূল্যবোধের প্রসার হবে”।

মুক্তির ৭১/নিউজ /সাব্বির