রাণীশংকৈলে ১৯ টি ঘর পুড়ে ছাই, প্রায় ৫০ লক্ষ টাকা ক্ষয়-ক্ষতির শিকার


রাণীশংকৈলে ১৯ টি ঘর পুড়ে ছাই, প্রায় ৫০ লক্ষ টাকা ক্ষয়-ক্ষতির শিকার

১৪ মার্চ ২০২৪ ইং
স্টাফ রিপোর্টার



স্টাফ রিপোর্টারঃ

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রাতোর গপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাবুরিয়া গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৯ টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে । গত মঙ্গলবার ১২ মার্চ রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।



রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিসের সদস্যরা ধারনা করছেন। এতে ওইসব পরিবারের ভুক্তভোগীরা প্রায় ৫০ লক্ষ টাকার বিভিন্ন মালামালের ক্ষয়-ক্ষতির শিকার হয়েছেন বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস এ তথ্য নিশ্চিত করেছেন। ঘটনার দিন খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। অগ্নিকাণ্ডে ১১টি পরিবারের সদস্যদের শয়ন কক্ষ, গোয়ালঘর, খড়ি ঘর, রান্না ঘর,খড়ের গাদা ও দোকান ঘরসহ মোট ১৯ ঘর সম্পূর্ণ আগুনে পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ওই রাতেই উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্যামুইল মার্ডি আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত  প্রত্যেক পরিবারকে ৩ হাজার টাকা ১টি করে কম্বল ও শুকনা খাবারের প্যাকেট দেন। এ ব্যাপারে ইউএনএ রকিবুল হাসান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের তাৎক্ষণিক নগদ অর্থ, কম্বল ও খাবার দেয়া হয়েছে।

পরবর্তীতে তাদের আরো সহায়তা করা হবে।


মুক্তির ৭১/ নিউজ / হু. ক