কবিতা : তবুও প্রেম বাঁচে মনে


কবি ফাতেমা ইসরাত রেখা

১১ মার্চ ২০২৪ ইং
ফাতেমা ইসরাত রেখা


ফাতেমা ইসরাত রেখা:


হারিয়ে গিয়েছে মন, হারিয়েছে দিন

অশান্ত সময় ফুরিয়ে গিয়েছে দূরে 

নিঃসীম অন্ধকারে হয়ে গেছে বিলীন।

পৃথিবীর সবচেয়ে সুন্দর সময়গুলো 

মিশে গেছে তার ফুসফুসে ঢেউ তুলে 

রাত এসেছিলো ঘুম নিয়ে কোনদিন 

কোনদিন না পেয়ে চোখের পরশ কিছু 

ফিরে গেছে স্বপ্নময় চোখে অমলিন। 


এখন মধ্য রাত, নক্ষত্রের লুটোপুটি সময়

অযুত নিযুত জোছনারা খেলা করে 

রূপসী আঁধারে প্রিয় মানুষের বুক জুড়ে, 

কেউ কেউ জাগে অনাবিল স্রোতে ভেসে 

আঘাতের কোলাহল নিশ্চুপ পিছনে ফেলে 

শুধু প্রিয় মানুষের মুখ ভেবে হেসে হেসে। 

বাতাস ছুঁয়ে দেয় এলোমেলো চুলগুলো 

অশান্ত মন যা ছিলো একদিন অগোছালো।


চেয়ে দেখো দূরে ঐ আকাশের বুকে 

নিঃসংকোচে মাথা রাখে এক তৃষ্ণার্ত চাঁদ

নক্ষত্র অহর্নিশি খেলা করে তৃপ্ত চোখে।

ঘুমের নির্যাস ছড়িয়ে পড়েছে চারদিকে 

প্রিয় ফুল পাখি আর সবুজের মুগ্ধতায় 

সময় আছে কি তবু শক্ত হাতের মুঠোয়!

দেখো ঐ জানালার ওপাশেই তোমার বাস

এ বুকের স্বর্গীয় প্রেম, হৃদয়ের সর্বনাশ। 

ফাতেমা ইসরাত রেখা 

সাহিত্য সম্পাদক 

মুক্তির ৭১ নিউজ ডট কম