উত্তর গাজার হাসপাতালগুলোয় শিশুরা অনা হারে মা রা যাচ্ছে: ডব্লিওএইচও প্রধান


গাজায় অসহায় শি শুরা মৃ ত্যুর অপেক্ষায়

০৫ মার্চ ২০২৪ ইং
আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক:



উত্তর গাজার হাসপাতালগুলোতে শিশুরা অনাহারে মা রা যাচ্ছে। একটি ত্রাণ মিশন সেখানকার দুটি হাসপাতালে অনাহারে শিশু মৃ ত্যুর ভয়া বহ চিত্র প্রত্যক্ষ করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা গতকাল সোমবার এ কথা জানিয়েছে।

সংস্থা প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস বলেছেন, আল আওদা ও কামাল আদওয়ান হাসপাতালে সপ্তাহান্তে সংস্থা প্রথমবারের বারের মতো পরিদর্শনে গেছে। যদিও গত অক্টোবরের প্রথম থেকেই উত্তর গাজায় ঢোকার নিয়মিত প্রচেষ্টা অব্যাহত ছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি বলেন, আল আওদা হাসপাতালের চিত্র ভয়া বহ। এর একটি ভবন ধ্বংস হয়ে গেছে। অন্যদিকে কামাল আদওয়ান হাসপাতাল সেখানকার একমাত্র শিশু হাসপাতাল। এটি রোগীতে পরিপূর্ণ।

টেডরস আরো বলেছেন, খাদ্য সংকটে ১০ শিশু মা রা গেছে।

তিনি বলেছেন, বিদ্যুতের অভাবে এই দুই হাসপাতালে সেবাদানে মারাত্মক বিঘ্ন ঘটছে। ইনটেনসিভ ও নবজাতক ইউনিটের মতো জটিল ইউনিটগুলোতে ভয়াবহ পরিস্থিতি চলছে।

টেডরস নিরাপদ ও নিয়মিত মানবিক সহায়তা নিশ্চিত করতে ইসরাইলের প্রতি আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।

এদিকে  গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ত্রাণ বঞ্চিত উত্তর গাজায় অপুষ্টিতে অন্তত ১৬ শিশু প্রা ণ হারি য়েছে।

গত সপ্তাহে জাতিসংঘ সতর্ক করে বলেছে, ইসরাইল হামাস যুদ্ধের কারণে গাজা উপত্যকায় দু র্ভিক্ষ অনিবার্য হয়ে উঠেছে।

গত বছরের ৭ অক্টোবর হামাস ইস রাইলে হা মলা চালায়। এর পরপরই প্রতি শো ধ হিসেবে ইসরাইল গাজা উপত্যকায় তাদের একের পর এক হামলা চালিয়ে নি র্বিচারে অসহায় ফিলি স্তিনিদের হ ত্যা অব্যাহত রেখেছে।