'ইন্ডিয়া আমাদের কাছ থেকে বীজ নিয়ে আমাদের কাছেই পাট বিক্রি করে' - কৃষিমন্ত্রী


বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

১৪ ফেব্রুয়ারী ২০২৪ ইং
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:


১৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) কৃষিবিদ দিবস উপলক্ষে কৃষিবিদ ইনিস্টিটিউট বাংলাদেশে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. মোঃ আব্দুস শহীদ এমপি তার বক্তব্যে বলেন, " বাংলাদেশের কৃষকের উন্নতি হলেই সারা বাংলাদেশের মানুষের উন্নতি হবে। আর সে উন্নতির জন্য আমরা ঔক্যবন্ধ ভাবে কৃষিবিদদের পরামর্শ নিয়ে যদি যথাযথ ব্যবহার করতে পারি আমাদের কৃষি উৎপাদন শুধু বাড়বেই না বিপুল হাড়ে বেড়ে যাবে। মাত্র ১ মাস হলো মন্ত্রনালয়ের দায়িত্ব পেয়েছি এর মধ্যেই দেখেছি কৃষিবিদদের দেখেছি তারা অনেক বেশি আন্তরিক। পাটের যে জীবন রহস্য তা বাঙালিরাই আবিষ্কার করেছে। পাট পৃথিবীর বহু দেশে হয়। বরঞ্চ ইন্ডিয়া আমাদের থেকে বীজ নিয়ে তারা পাট তৈরি করে আমাদের কাছেই বিক্রি করার কৌশল তারা নিয়েছে। "



আয়োজিত আলোচনা সভায় অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভুঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহমান এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. মোঃ আব্দুস শহীদ এমপি ও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব জনাব মোহা: সেলিম উদ্দিন ও কৃষি মন্ত্রণালয়ের সচিব কৃষিবিদ ওয়াহিদা আক্তার। 


অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূইয়া বলেন,আমরা কৃষিবিদরা দেশের কৃষিকে এগিয়ে নিতে সফল হয়েছি, সেই কথা সর্বজন স্বীকৃত হয়েছে। তবে আমাদের সামনের দিনগুলোতে কৃষি বিষয়ক অনেক চ্যালেন্জ মোকাবেলা করতে হবে।যারা আমাদের কৃষি সেক্টরের মন্ত্রী হয়েছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে বলছি আপনাদের যোগ্য নেতৃত্ব আমাদের কৃষি সেক্টরের সামনের চ্যালেন্জ মোকাবেলায় ভূমিকা রাখবে।আর আমাদের নিজেদের মধ্যে যে বিভেদ রয়েছে সেগুলো ভুলে আজকের দিনের মত সবাইকে একত্রিত হয়ে সামনের দিনের চ্যালেন্জ মোকাবেলায় এগিয়ে আসতে হবে



 এছাড়া বিশেষ অতিথির বক্তব্যে কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম এমপি বলেন, "ভিক্ষুক হিসেবে পৃথিবীতে ঘুরে বেড়ানো থেকে মুক্তি দিতে আমাদের কৃষিকে সমৃদ্ধ করতে আমাদের নেতা বঙ্গবন্ধু আমাদের কৃষিবিদদের সম্মানিত করেছিলেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক সমাবর্তন অনুষ্ঠানে কৃষিবিদদের ক্লাস ওয়ান মর্যাদার ঘোষণা দিয়েছিলেন। বিলম্ব হলেও সেই দিনটিকে আমরা ২০০৮ সাল থেকে কৃষিবিদ দিবস হিসেবে পালন করে আসছি। নিজেদের মধ্যে বিরাজনীতি ভুলে সবাই মিলে একত্রিত হয়ে কৃষি সেক্টরকে এগিয়ে নিতে আমরা এই দিনে সবাই  একত্রিত হয়ে উল্লাসের সাথে দিনটি পালন করি। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে  দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার ক্ষেত্রে দেশের কৃষি ও কৃষি সেক্টরের ভূমিকা অপরিসীম। কিন্তু আমাদের নিজেদের মধ্যকার বিভাজন বিরাজনীতিকরণ আমাদেরকে দুর্বল করে দিচ্ছে। আমাদের সব কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি বিজ্ঞানী ও কৃষি সেক্টরের সবাইকে এক হয়ে দেশের কৃষির স্বার্থে এগিয়ে যেতে হবে"




মুক্তির ৭১/নিউজ /আশরাফুল