কবিতা : খেলা


মাহফুজা খান সুমা

০৯ ফেব্রুয়ারী ২০২৪ ইং
মাহফুজা খান সুমা

মাহাফুজা খান সুমা:


খেলেছিস খেলা, অনেক খেলা

গরীবের রক্ত শোষণ করে

দেখায়েছিস আজ অনেক মেলা

নিজের মতো করে নিজের তরে। 


তোদের খেলা ছাড়বি কিনা বল?

মারের চোটে হাড় করবোরে বিকল।

পাবিনা খুঁজে আর কোথা

তোরা আর একটু বল।


জাগবে জনতা যেদিন

তোদের ভূমিকম্প হবে 

সেদিন। জেনে রাখ তোরা

আজকের কথা তবে।


হাড় ভেঙ্গে করবেরে বিকল

মাংস হবে জল।

চোখের জলে হারাবে তোদের

সকল খেলার ছল।


ভালো হতে পয়সা লাগেনা

ভালো হয়ে যা।

গরীব দুখীর সাথে মিলেমিশে

একসাথে আপনে খা।


দুখীরাই হলো দেশের দেবতা

দেবতা জাগবে যেদিন।

ছলাকলা ভাঙ্গবেরে তোদের

জেনে রাখ সেদিন।