ঝিনাইদহের কোটচাঁদপুর রঙিন ফুলকপি চাষ করে লাভবান এক কলেজ ছাত্র


রঙিন ফুলকপি চাষ করে লাভবান কলেজ ছাত্র মুস্তাক হোসেন

০৭ ফেব্রুয়ারী ২০২৪ ইং
কোটচাঁপুর( ঝিনাইদহ) প্রতিনিধি


কোটচাঁপুর( ঝিনাইদহ) প্রতিনিধি : 


যশোর ক্যান্টনমেন্ট কলেজের  ম্যানেজমেন্ট বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র মুস্তাক হোসেন (২৫) । তিনি পড়াশোনা পাশাপাশি একজন সফল কৃষকও। রবি মৌসুম এলেই তিনি চিন্তা করেন বিরল জাতীয় কিছু চাষাবাদ করার। এ বছর নিজের জমিতে ২ হাজার রঙ্গিন ফুল কপি চাষ করে এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন। তার জমিতে হলুদ, বেগুনি ও সবুজ  রংয়ের ফুলকপি দেখতে প্রতিদিনই মানুষ আসছেন। অনেকেই ফুলকপি কিনছেন, কেউ চাষের বিষয়ে পরামর্শ নিচ্ছেন।


রং বেরংয়ের ফুল কপি চাষ করে অনেক টাকা লাভবান হবেন বলে আশাবাদী কলেজ পড়ুয়া ছাত্র মুস্তাক হোসেন। রঙ্গিন কপি ভ্যালেনটিনা ও ক্যারোটিনা চাষাবাদে লাভবান হওয়ায় আগ্রহী হয়ে উঠছেন এখানকার কৃষকরা। রঙিন ফুলকপি চাষ এটা যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্পসারন প্রকল্প ও নিরাপদ উচ্চমূল্য সজীব উৎপাদন উপজেলা কৃষি অফিসের প্রদর্শনী বলছেন কৃষি সম্পসারন অফিসার হুমায়ূন কবির।


কোটচাঁদপুর উপজেলার দোড়া  ইউনিয়নের শীবনগর গ্রামের মৃত আব্দুস  সেলিম হোসেনের ছোট ছেলে মুস্তাক হোসেন  তার ২০ শতক জমিতে এই প্রথম আবাদ করেছেন হলুদ, বেগুনী ও সবুজ  রংয়ের ফুলকপি। 

মুক্তির ৭১/নিউজ /জোয়ার্দার