পঞ্চগড়ে নাগর নদীর পাড় থেকে মৃত চিতাবাঘ উদ্ধার


পঞ্চগড়ে নাগর নদীর পাড় থেকে মৃত চিতাবাঘ উদ্ধার

০৩ ফেব্রুয়ারী ২০২৪ ইং
স্টাফ রিপোর্টার



স্টাফ রিপোর্টারঃ

পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার দাড়খোড় সীমান্ত দিয়ে আসা ভারতীয় এক চিতা বাঘের আক্রমণে এক কৃষকের গরুর মৃত্যুর খবর পাওয়া গেছে ।

শুক্রবার ২ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার তোড়িয়া ইউনিয়নের দাড়খোড় সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা- ওই এলাকার দাড়খোড় সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে বাঘটি।

জানা গেছে, স্থানীয় এক কৃষকের গরুকে গলায় কামড়ে আহত করে গরুটিকে অর্ধেক খেয়ে পালিয়ে যায় বাঘটি। 

গরুর মালিকের ধারণা শিয়ালের আক্রমণে গরুর মৃত্যু হয়েছে মনে করে অর্ধেক খেয়ে ফেলা অবশিষ্ট গরুটিতে বিষ প্রয়োগ করেন। পরে আবারো গরুটিকে খেতে আসে চিতা বাঘটি। খাওয়া শেষে দ্বারখোড় এলাকার ঈদগাহের পাশে সীমান্তঘেষা নাগর নদীতে নামলে সেখানেই বাঘটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

স্থানীয়রা ধারণা করছেন পানি খেতে আসলে সেখানেই  অসুস্থ হয়ে মারা যায়। পরে খবর পেয়ে বন বিভাগ, বিজিবি ও বারঘাঁটি তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা বাঘটিকে উদ্ধার করেন। বাঘটিকে ময়নাতদন্তের জন্য আটোয়ারী উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নিয়ে আসা হয়।

জেলা সহকারী বন কর্মকর্তা মধু চন্দ্র রায় বলেন, আমরা খবর পেয়ে প্রশাসনের সহায়তায় মৃত চিতাবাঘটিকে উপজেলা প্রাণিসম্পদ বিভাগে এনেছি। এটির সঠিক মৃত্যুর কারণ জানতে হলে ময়নাতদন্ত করতে হবে। আটোয়ারী উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে বাঘের মরদেহটি উদ্ধার করা হয়েছে । ময়নাতদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেদুল হাসান বলেন, আমরা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত প্রতিবেদন পেলেই প্রকৃত ঘটনা জানা যাবে।

মুক্তির -৭১ /নিউজ/ হু. ক