ঠাকুরগাঁওয়ে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ৪


ঠাকুরগাঁওয়ে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ৪

২৯ জানুয়ারী ২০২৪ ইং
স্টাফ রিপোর্টার


স্টাফ রিপোর্টারঃ


ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে  রোববার(২৮ জানুয়ারি)বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন গুরুতর আহত হবার খবর পাওয়া গেছে। এদিন সকাল অনুমানিক সাডে ৯ টায় ভুল্লি কচুবাড়ি এলাকায় ঘন কুয়াশায় কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। গুরুতর আহত অবস্থায় ৪ জনকে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


দুর্ঘটনায় আহতরা হলেন, নওগাঁ জেলার পত্নীতলা গ্রামের সুশীলের ছেলে লিটন, টাঙ্গাইলের ভুয়াপুর থানার সিরাজ কান্দি গ্রামের রফিকুলের ছেলে সন্দীব, একই গ্রামের মোজাম্মেল হকের ছেলে রঞ্জু ও নওগাঁ জেলার বাগমারা গ্রামের শচীনের ছেলে চঞ্চল।


ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস স্টেশন  কর্মকর্তা সারোয়ার হোসেন  মুক্তির ৭১ নিউজ ডট কম এর প্রতিবেদককে জানান, পঞ্চগড়গামী একটি ট্রাক ও পঞ্চগড় থেকে জামালপুরের উদ্দেশে রওনা হওয়া বাস শিবু কোচের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৪ জন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে তিনি জানান।

মুক্তির ৭১/ নিউজ /হু. কবির