কর্মক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ ওসি রাশেদুল ইসলাম


পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম

২৮ জানুয়ারী ২০২৪ ইং
পূর্বধলা (প্রতিনিধি) নেত্রকোণা

পূর্বধলা (প্রতিনিধি) নেত্রকোণা:


পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম ডিসেম্বর মাসে কর্মক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন।

জেলা পুলিশের উদ্যোগে রবিবার (২৮ জানুয়ারি) পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে ডিসেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ শিবলী সাদিকসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জানা যায়, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার, চোরাচালান, ভুক্তভোগী উদ্ধার, আইনশৃঙ্খলা রক্ষা ও জনতুষ্টিসহ সার্বিক মূল্যায়নে পূর্বধলা থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলামকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়। 

এ প্রসঙ্গে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, এ অর্জন শুধু আমার একার নয়, থানার প্রত্যেকটা অফিসারের ভালো কাজের স্বীকৃতি। এ স্বীকৃতি অপরাধ দমনের পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে আমাকে আরো বেশি অনুপ্রেরণা যোগাবে।

উল্লেখ্য এর পূর্বে পূর্বধলার শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) থাকাকালে পরপর চারবার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন মুহাম্মদ  রাশেদুল ইসলাম।

মুক্তির ৭১/নিউজ /মামুন