ঝিনাইদহের কোটচাঁদপুর বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে শুরু হয়েছে ড্রাগন ফলের চাষ


ঝিনাইদহের কোটচাঁদপুর বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে শুরু হয়েছে ড্রাগন ফলের চাষ

২৬ জানুয়ারী ২০২৪ ইং
কোর্ট চাঁদপুর প্রতিনিধি



কোটচাঁদপুর( ঝিনাইদহ) প্রতিনিধি :



ঝিনাইদহের কোটচাঁদপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে ড্রাগন ফলের চাষ। এ দিকে সন্ধ্যা নামলেই বৈদ্যুতিক বাতির ঝলকানি দেখতে ওই বাগানে ভীড় করছেন, উৎসুকজনতা। বাড়তি ফল উৎপাদনের আশায় পাইলট প্রকল্প হিসেবে দেড় বিঘা জমিতে এ পদ্ধতিতে চাষ করছেন বলে জানিয়েছেন,চাষি রেহমানুল কবির (রাজ)। 


জানা যায়, কোটচাঁদপুর তালসার সড়কের পারলাট মাঠ এটি। এ সড়কের পাশেই দেড় বিঘা ড্রাগন ফলের বাগান চাষি রেহমানুল কবির (রাজুর)। ২০২১ সালের দিকে এ বাগানটি করেন তিনি। ওই সময় দেড় বিঘা জমিতে ড্রাগন চাষ করতে ব্যয় হয়েছিল সাড়ে ৪ লাখ টাকা।


 এ বছর ওই বাগানেই বাল্ব পদ্ধতিতে চাষ করতে আবারও ব্যয় করেছেন আরো ৩ লাখ টাকা। 


এদিকে সন্ধ্যা নামলেই বৈদ্যুতিক বাতিগুলো জ্বলে উঠছে বাগানটি। এ সময় দুর থেকে দেখলে বাগানটিকে তারার মেলা বলে মনে হচ্ছে।  যা দেখতে প্রতিনিয়ত ওই সড়কে ভীড় করছেন উৎসুকজনতা। এর মধ্যে কেউ আসছেন চাষ পদ্ধতিসহ দেখতে। আবার কেউ আসছেন আলোর ঝলকানি উপভোগ করতে।


বিষয়টি নিয়ে ড্রাগন চাষি রেহমানুল কবির (রাজু) বলেন, গেল ২০১৮ সালে মাত্র ১৫ ক