পুঠিয়ায় মহিলা কাউন্সিলর হেরোইনসহ আটক


পুঠিয়ায় মহিলা কাউন্সিলর হেরোইনসহ আটক

২৩ জানুয়ারী ২০২৪ ইং
পুঠিয়া প্রতিনিধি


পুঠিয়া প্রতিনিধিঃ



রাজশাহীর পুঠিয়া মহিলা কাউন্সিলর আইরিন পারভিন (৪৭)কে ৩৫ গ্রাম হেরোইনসহ আটক করেছে রাজশাহী জেলা ডিবি পুলিশ। মঙ্গলবার (২৩ জানুয়ারি)  বিকাল ৫টায় পুঠিয়া পৌরসভার রামজিবনপুরের বাড়ি থেকে ৩৫ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। এ সময় তার জামাই পালাতক রয়েছে। আটক আইরিন পারভিন পুঠিয়া পৌরসভার সংরক্ষিত ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর।

এলাকাবাসী সূত্রে জানাগেছে, দীর্ঘদিন ধরে মহিলা কাউন্সিলর আইরিন পারভিন মাদকসহ বিভিন্ন ধরনের আপরাধমুলক কার্যক্রম চলিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলা ডিবি পুলিশের একটি দল আইরিন পাভিনের বাড়িতে অভিযান চালায়। এসময় তার বাড়িতে ৩৫ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টেরপেয়ে আইরিন পারভিনের মেয়ের জামাই পালিয়ে যায়। পরে পুঠিয়া থানায় আইরিন পারভিনের বিরুদ্ধে ডিবি পুলিশ বাদি হয়ে দায়ের করা হয়েছে। এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান জানান, জেলা ডিবি পুলিশ আইরিন পারভিনকে হেরোইনসহ আটক করে মামলা দায়ের করেছে। আটক আইরিন পারভিনকে আগামীকাল আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হবে বলে এ কর্মকর্তা জানান। 


মুক্তির ৭১/নিউজ/ সমিত