বাংলাদেশের আকাশে রমজানের ব্যাতিক্রমী চাঁদ


বাংলাদেশের আকাশে দেখা মিলল ব্যতিক্রমী চাঁদ

২৪ মার্চ ২০২৩ ইং
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক:



বাংলাদেশের আকাশে দেখা মিলেছে রমজানের ব্যাতিক্রমী চাঁদ। সাধারণত চাঁদের উপরে তারা দেখা যায়। কিন্তু প্রথম রমজানে চাঁদের নিছে তারা দেখা গেছে।


আজ শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যার পর৷ বাংলাদেশের সবখানে চাঁদের নিচে তারা দেখেছেন । এ নিয়ে ফেসবুকে পোস্টও দিচ্ছেন অনেকে।


চাঁদ দেখা নিয়ে কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক এস,কে রঞ্জন বলেন মুক্তির ৭১ নিউজ ডট কমের প্রতিবেদককে বলেন , আমার জীবনের প্রথম দেখা চাঁদের নিচে সাথে লাগা তারা যদিও তাদের মধ্যে অনেক দুরত্ব কিন্তু এরকম ভাবে আমি কখনও কোনদিন চাঁদ ও তারাকে দেখিনি।

চাঁদ আর শুক্র গ্রহের এমন অবস্থান সত্যি বিরল এবং অসাধারণ একটি দৃশ্য! 

এদিকে এ রকম ব্যাতিক্রম দৃশ্য দেখতে খোলা জায়গায় বা বাসার ছাঁদে ভিড় করেন অনেকে।

এমন একজন প্রকৃতি প্রেমী নজরুল বলেন, এমন দৃশ্য এই প্রথম দেখেছেন তিনি। এমন দৃশ্য দেখতে পেরে খুশি তিনি।



মুক্তির ৭১/নিউজ/রাসেল