নেত্রকোনা পূর্বধলায় সড়কের গাছ কেটে নেয়ার অভিযোগ


নেত্রকোনা পূর্বধলায় সড়কের গাছ কেটে নিয়ে যাচ্ছে

১৫ নভেম্বর ২০২৩ ইং
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি


পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ


সরকারি নিয়মনীতি ছাড়াই স্থানীয় ইউপি চেয়ারম্যানের যোগসাজসে নেত্রকোনার পূর্বধলায় সড়কের গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে একটি ভূয়া ভূমিহীন সমিতির সভাপতির বিরুদ্ধে। স্থানীয়রা বলছেন, এভাবে গাছ কেটে নেওয়ার কারণে হুমকিতে পড়বে পরিবেশ ও প্রকৃতি।

সম্প্রতি উপজেলার আগিয়া ইউনিয়নের কৈলাটি গ্রামের চাঁনখালী ব্রীজ থেকে বালিয়া রাস্তায় এ গাছ কাটার ঘটনা ঘটে।

জানা যায়, ১৯৯৫ সালে একটি বেসরকারি সংস্থা চাঁনখালী ব্রীজ থেকে বালিয়া রাস্তার দুইধারে প্রায় দেড় কিলোমিটার জায়গায় বিভিন্ন প্রজাতীর গাছ রোপন করেন। এর মধ্যে ১৪০টি মেহগনি, ৭টি রেইনট্রি ও দুইটি আকাশমণি গাছ বেড়ে উঠে।

দীর্ঘদিন পর একটি সমিতির নাম করে স্থানীয় ইউপি চেয়ারম্যান সানোয়ার হোসেন চৌধুরী ও সাবেক ইউপি সদস্য রমজান আলী ফকির এলাকার কতিপয় ব্যক্তির যোগসাজসে প্রায় লক্ষাধিক টাকা মূল্যের ৪টি মেহগণি গাছ প্রকাশ্যে দিবালোকে কেটে নিয়ে যায়।

গাছ কাটার বিষয়টি স্থানীয় সাংবাদিকরা জানতে চাইলে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য রমজান আলী ফকির বলেন সমিতির গাছ বলে কেটেছি, প্রয়োজনে আরও কাটব।

ইউপি চেয়ারম্যান সানোয়ার হোসেন চৌধুরী বলেন, এ গাছগুলি কারিতাস সংস্থার সাথে চুক্তি করে স্থানীয় ভূমিহীন সমিতির নামে লাগানো হয়েছিল । গাছগুলি সমিতির তাই কাটা হয়েছে। সবগুলি গাছ কাটার জন্য ইউ এনও বরাবর আবেদন করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.খবিরুল আহসান বলেন, বিষয়টি আমি খতিয়ে দেখছি। ঘটনার সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


মুক্তির ৭১/নিউজ / আল মামুন