অসৎকে বিনাশ করার জন্য আমরা রেডি আছি : চৌমুহনীতে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি


চৌমুহনীতে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

২২ অক্টোবর ২০২৩ ইং
নোয়াখালী সংবাদদাতা


নোয়াখালী সংবাদদাতা:


অসৎকে বিনাশ করার জন্য আমরা রেডি আছি। কোন অপশক্তি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারবে না। এমন আশাবাদ ব্যক্ত করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি নুর আলম।


তিনি শনিবার রাতে নোয়াখালীর বেগমগঞ্জ চৌমুহনীতে হিন্দু সম্প্রদায়ের দূর্গাপুজা পরিশর্দনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন।

তিনি বলেন সারা প্রায় ৩৫ হাজার আর চট্টগ্রাম বিভাগেই ২৩শ পুজামন্ডবে আইন শৃংখলা বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে চলছে এর মধ্যে চৌমুহনীতে প্রায় ১১টি পূজা মন্ডপে আইন শৃংখলা সকল বাহিনী নিরাপত্তা দিয়ে যাচ্ছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে।


এই সময় আরো উপস্থিত ছিলেন নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনে সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণ। 

নোয়াখালী জেলা পুলিশের এসপি শহীদুল ইসলাম পিপিএম বার, এএসপি বিজয়া সেন।

চৌমুহনী পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা খালেদ সাইফুল্লাহ, বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন মাসুদ।

কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মনিরুল ইসলাম আকাশ চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আক্তার হোসেন ফয়সাল।

মুক্তির ৭১/নিউজ /সাইফুল