কুলিয়ারচরে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ১০তম মৃত্যু বার্ষিকী পালিত




২০ মার্চ ২০২৩ ইং
কুলিয়ারচর প্রতিনিধি

কুলিয়ারচর প্রতিনিধি:


কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আলাল উদ্দিনের সার্বিক সহযোগিতায় ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে বর্ষীয়ান রাজনীতিক, ভাষা সৈনিক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমানের ১০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।


এ উপলক্ষে সোমবার (২০মার্চ) দুপুরে উপজেলার রামদী ইউনিয়নের আগরপুর গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় চত্তরে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান স্মরণে আলোচনা সভা শেষে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। দোয়া মাহফিল শেষে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও এলাকার ৫ সহস্রাধিক মানুষের জন্য খাবারের বিশাল আয়োজন করা হয়। 


আলহাজ্ব জিল্লুর রহমান ২০১৩ সালের এই দিনে রাষ্ট্রপতি থাকাকালীন অবস্থায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মৃত্যুবরণ করেন।


২০০৯ সালের ১২ ফেব্রুয়ারী তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পেয়েছিলেন। দায়িত্ব পালনকালে তিনি কয়েকবার অসুস্থ্য হয়ে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। মৃত্যুর তিনদিন আগে তাঁকে সিঙ্গাপুরে নিলে ২০ মার্চ বিকেলে তিনি মারা যান।

মুক্তির ৭১/নিউজ /কাইসার