ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিষপানে বৃদ্ধের মৃত্যু


নিজস্ব ছবি

২০ মার্চ ২০২৩ ইং
স্টাফ রিপোর্টার


স্টাফ রির্পোটারঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল বিষপানে শুসেন চন্দ্র রায় (৬৫) নামে এক বৃদ্ধ মৃত্যু বরণ করেছেন।শুসেন উপজেলার বাচোর ইউনিয়নের জতিষ চন্দ্রের ছেলে।

থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুসেন দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতাজনিত রোগে ভুগতেছিলেন। এবং দীর্ঘদিন চিকিৎসারত ছিলেন।

ঘটনার দিন শুসেন প্রথম সন্ধ্যার প্রতিদিনের ন্যায় ঘরের বারান্দায় চকিতে ঘুমিয়ে পড়ে। 

রাত আনুমানিক ১১ টার দিকে বারান্দা থেকে ঘেরঘের শব্দ আসে। শব্দ শুনে তার ছোট ভাই তার নিকট গিয়ে দেখে পার্শ্বে বিষের বোতল পড়ে আছে। এবং শুসেনের মুখ থেকে বিষের গন্ধ বের হচ্ছে। এরপর ছোট ভাই চিৎকার দিলে বাড়ির সবাই ছুটে আসে। সাথে সাথে শুসেনকে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে পীরগঞ্জ হাসপাতাল কর্তৃপক্ষ অবস্থা খারাপ দেখে ঠাকুরগাঁও জেলা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। এরপর অবস্থার আরো অবনতি হলে ঠাকুরগাঁও থেকে তাকে দিনাজপুরে এম  এ আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে দিনাজপুর নিয়ে যাওয়ার পথি মধ্য রবিবার (১৯ মার্চ) বিকাল ৪ টায় শুসেন মারা যায়। 

বাচোর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিতেন্দ্রনাথ রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

রাণীশংকৈল থানা ওসি গুলফামুল ইসলাম মন্ডল রাত ১০ টায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,"আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ দাহ করার জন্য তার পরিবারের পক্ষ থেকে এডিএম বরাবর লিখিত আবেদন করা হয়েছে। আবেদনের প্রেক্ষিতে পরবর্তী ব্যাবস্থা নেয়া হবে। এ নিয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়"।

মুক্তির ৭১/নিউজ / হু. ক