কলাপাড়ায়ন শারদীয় দূর্গা উৎসব উদযাপনের উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা


কলাপাড়ায়ন শারদীয় দূর্গা উৎসব উদযাপনের উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

১৪ অক্টোবর ২০২৩ ইং
রাসেল মোল্লা



কলাপাড়া প্রতিনিধি:


আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৩ পালনের লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি প্রণয়নের জন্য প্রস্তুতি ও আইন শৃঙ্খলা বিষয়ক  সভা ১৪ অক্টোবর (শনিবার ) উপজেলা প্রশাসন কার্যালয়ের হলরুমে  অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন'র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

২০ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত  শারদীয় দুর্গোৎসব পালন উপলক্ষে  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের  সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তের মধ্যে রয়েছে ১৪ই অক্টোবর মহালয়ায় নিরাপত্তা জোরদারসহ প্রতিটি পূজা মন্ডপে  সিসি ক্যামেরা স্থাপন করে    পুরো দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থ করা। এখন থেকেই প্রতীমা তৈরির স্থানসমূহে নিরাপত্তা প্রদান করা। ২০ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মূলপর্বে এবং পূজা বিসর্জন পরবর্তী নিরাপত্তা নিশ্চিত করা। প্রতীমা বিসর্জনের সর্বোচ্চ সময় দশমীর সন্ধ্যায়।

এ বছর কলাপাড়া উপজেলায়  ১৮টি  পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। 

 উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে মনিটরিং টিম থাকবে। 

এছাড়া উৎসবটি পালন উপলক্ষ্যে প্রতিটি পূজামন্ডপে সার্বক্ষণিক আনসার সদস্য মোতায়েনসহ বিদ্যুতের সর্বোচ্চ সরবরাহ নিশ্চিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। বিদ্যুতের বিকল্প হিসেবে জেনারেটর, আইপিএস, এসি-ডিসি বাল্ব রাখার পরামর্শ আলোচনায় উঠে আসে। ব্যাটেলিয়ান দেয়া হবে। ফায়ার সার্ভিস যোগাযোগ নাম্বারসহ অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে প্রস্তুত থাকবে।

বিসর্জনের পাঁচ দিন পূর্ব হতে বিসর্জনের পরদিন পর্যন্ত  গোয়েন্দা টহল থাকবে, সাথে সাথে স্টেয়ারিং ফোর্স থাকবে।

 

প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তৃতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন  বলেন, আলোচনায় যে সিদ্ধান্ত বা মতামতগুলো উঠে এসেছে  তা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে চমৎকার একটি উৎসব করা সম্ভব। অপতৎপরতা রোধ করতে আমাদের সজাগ থাকতে হবে। সোশ্যাল মিডিয়ায় গুজব সম্পর্কে সতর্ক থাকতে হবে। সেটা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় পদক্ষেপ বা ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা সবাই যদি সজাগ থাকি তাহলে দুশ্চিন্তার কিছু নেই।এসময়ে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, কলাপাড়া পৌর সভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভিন সীমা, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলী আহম্মেদ, মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফেরদৌস বালিয়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির,  লালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস, চম্পাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল মাষ্টার। 

এ ছাড়া  উপস্থিত ছিলেন কলাপাড়া  প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস,এম মোশাররফ হোসেন মিন্টু, মুক্তির ৭১ নিউজ ডট কম এর কলাপাড়া প্রতিনিধি রাসেল মোল্লা, কলাপাড়া উপজেলা পূজা উদ্যাপন কমিটির  সভাপতি হিরা লাল হাওলাদার স্বপন, সাধারণ সম্পাদক দেবাশীষ মুখার্জি টিংকু।  উপজেলা পর্যায়ের পূজামন্ডপের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার  সাংবাদিকবৃন্দ।