রুপপুর প্রকল্পের ক্ষতিগ্রস্ত ৬১ পরিবারে মাঝে চেক বিতরন ও জাতীয় স্থানীয় সরকার দিবস মেলা


রুপপুর প্রকল্পের ক্ষতিগ্রস্ত ৬১ পরিবারে মাঝে চেক বিতরন ও জাতীয় স্থানীয় সরকার দিবস মেলা

২০ সেপ্টেম্বর ২০২৩ ইং
ঈশ্বরদী প্রতিনিধি

ঈশ্বরদী প্রতিনিধি:


বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কারনেই দেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প রুপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পসহ দেশে অনেক উন্নয়ন কাজ অব্যাহত রয়েছে,বললেন রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর।


গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পাবনা জেলা প্রশাসক আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত রুপপুর প্রকল্পের ক্ষতিগ্রস্ত ৬১ কৃষকদের মধ্যে প্রায় চার কোটিটাকার ক্ষতিপুরণ চেক বিতরণ ও তিনদিন ব্যাপি জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এসময় ঈশ্বরদী  পৌর মেয়র ইসাহক আলী মালিথা, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবির কুমার দাস, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, সহকারী কমিশনার টিএম, রাহসীন কবীর, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না, ঈশ্বরদীতে সাত ইউপি চেয়ারম্যান ও উপজেলা পরিষদের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। রাজশাহী বিভাগীয় কমিশনার আরও বলেন, ‘প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি (ইউরেনিয়াম) আগামী ২৮ অক্টোবরের মধ্যে রাশিয়া থেকে পৌঁছাবে। ৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে প্রকল্প এলাকায় বাংলাদেশের কাছে এই জ্বালানি হস্তান্তর করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিযার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যোগ দেওয়ার কথা রয়েছে।



বিভাগীয় কমিশনার বলেন, রাশিয়া থেকে জ্বালানি ইউরেনিয়াম আসার পর বাংলাদেশ প্রথমবারের মতো ইউরেনিয়ামের মালিক হবে। এটা একটা বিরাট মাইলস্টোন। এর মাধ্যমে বাংলাদেশ আইএইএ-এর গাইডলাইন অনুযায়ী ইউরেনিয়াম রক্ষণাবেক্ষণ ও পরিচালনা করতে পারবে। এর কমিশনিং কার্যক্রম শুরু হয়েছে।

প্রকল্প-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি, রসাটমের মহাপরিচালক আলেপি লিখাচেভ স্বশরীরে উপস্থিত থাকবেন । ইতিমধ্যে গত ৮ আগস্ট ডামি ফুয়েল (ইউরেনিয়ামের আদলে তৈরি নকল পারমাণবিক জ্বালানি দন্ড) দিয়ে পরিবহন, স্থানান্তর ও সংরক্ষণ কাজের মহড়া শেষ হয়েছে।

এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি সরবরাহ করবে রাশিয়ার একটি রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠান টিভিইএল। কয়েক বছর আগে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও টিভিইএল-এর মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করা হয়েছে। চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের লাইফ টাইম জ্বালানি সরবরাহ করবে। রূপপুর প্রকল্পের জন্য এই বিশেষায়িত জ্বালানি ইউরেনিয়াম রড রাশিয়াতে উৎপাদন করা হবে। এর পর তা বাংলাদেশে আনা হবে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এই পারমাণবিক জ্বালানি রাশিয়া থেকে দেশে আনা এবং প্রকল্পে নেওয়ার সময় কঠোর নিরাপত্তার বিষয় রয়েছে। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানির নিরাপত্তা বিষয়ে আইএইএ-এর বিস্তারিত গাইডলাইন রয়েছে। সেটা অনুসরণ করে জ্বালানি বিমান বন্দরে এসে পৌঁছানোর পর সেখান থেকে কঠোর নিরাপত্তায় পাবনার ঈশ্বরদীর রূপপুর প্রকল্পে নেওয়া হবে। এই নিরাপত্তার দায়িত্বের সঙ্গে সংশ্লিষ্ট সেনাবাহিনী, পুলিশসহ বিভিন্ন বিভাগের আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা থাকবেন। তাদের প্রশিক্ষণের বিষয়ও রয়েছে। সে সব বিষয়েও প্রস্তুতি চলছে। রাশিয়ার প্রযুক্তি ও সার্বিক সহযোগিতায় দেশটির রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি বাস্তবায়ন করছে। প্রায় এক লাখ ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের অধিকাংশ টাকাই ঋণ সহায়তা হিসেবে দিচ্ছে রাশিয়া।

প্রধান অতিথি মেলায় অংশ গ্রহণকারীদের মধ্যে সাঁড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদারকে প্রথম,পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টুকে দ্বিতীয় এবং ঈশ্বরদী পৌরসভার মেয়র ইসাহক আলী মালিথাকে তৃতীয় পুরস্কার হিসেবে ক্রেস্ট প্রদান করেন। এর আগে প্রধান অতিথিসহ অন্য অতিথিরা মেলা মাঠের স্টল পরিদর্শণ করেন। প্রধান অতিথি ডক্টর দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর সবশেষে একদল চৌকস পুলিশ সদস্যদের দেওয়া বিদায়ী সালাম গ্রহণ করেন। পরে গভীর রাত পর্যন্ত  সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

মুক্তির ৭১/নিউজ /মামুনুর