নেত্রকোনায় জাতির সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা মরহুম আবু সিদ্দিক আহমেদের সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত


নেত্রকোনায় জাতির সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা মরহুম আবু সিদ্দিক আহমেদের সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত

১৭ সেপ্টেম্বর ২০২৩ ইং


   


নেত্রকোনা প্রতিনিধি :


নেত্রকোনা বীর মুক্তিযোদ্ধা মরহুম আবু সিদ্দিক আহমেদের সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। 


এ উপলক্ষে শনিবার সকালে নেত্রকোণার সদর উপজেলার নাড়িয়াপাড়া হরমুজান পল্লীতে বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক আহমেদর স্মৃতি স্মরণের উদ্যোগে মরহুমের কবর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধা নিবেদন ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।


স্মরণ সভায় আবু আহমেদ সিদ্দিক স্মৃতি সংসদের সভাপতি আবু আক্কাছ আহমেদের সভাপতিত্বে নেত্রকোণা মহিলা কলেজের অধ্যাপক অলিউল্লাহ খানের সঞ্চালনায় মরহুম  আবু সিদ্দিক আহমেদের যুদ্ধের স্মৃতিচারণ এবং ওনার কর্মময় জীবন সম্পর্কে তুলে ধরে আলোচনা করা হয়।


এদিকে স্মরণসভায়,  অধ্যাপক ননীগোপাল সরকার, নেত্রকোণা জেলা প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী,নেত্রকোণা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মতিন খান,সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আইয়ুব আলী,বীর মুক্তিযোদ্ধা আলী আজগর খান পন্নি, সিংহের বাংলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম।

বীর মুক্তিযোদ্ধা আবু আক্কাস,বীর মুক্তিযোদ্ধা সুবাস রঞ্জন দত্ত,কে -গাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, নেত্রকোণা সাধারণ গ্রন্থাগারের সহ-সভাপতি এডভোকেট আব্দুল হান্নান রঞ্জন,জনপ্রিয় ভালোবাসার কবি তানভীর জাহান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

মুক্তির ৭১/নিউজ /কামরুল