কবিতা : আলোর ডাক ( ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিবেদিত )


পশ্চিমবঙ্গের কবি ভারতী বন্দোপাধ্যায়

১৬ সেপ্টেম্বর ২০২৩ ইং
ভারতী বন্দোপাধ্যায়

 ভারতী বন্দোপাধ্যায়:


 ঘোমটা কাপড় মাঠের ধারে

 ঘোমটা কাপড় দাওয়ার কোণে

 ঘোমটা কাপড় দিঘির ধারে 

কলসী ভরে আপন মনে। 


 ঘোমটা কাপড় উঠোন নিকোয়

 ঘোমটা কাপড় বাসন মাজে

 ঘোমটা কাপড়  রান্না চাপায় 

 ভাত আগলে রাত্রি জাগে। 

 ঘোমটা কাপড় হঠাৎ দেখে

 আকাশ জুড়ে সকাল হলো

 জ্যোতির্বলয়  দিব্যপুরুষ 

ঘোমটা কাপড় বাইরে এলো। 


ঘোমটা কাপড় উঠোন পেরোয়

ঘোমটা কাপড় শিকল ভাঙ্গা

ঘোমটা কাপড় অ -আ -ক -খ 

আগুন ছুঁয়ে বর্ণমালা।