কবিতা : কৃষক ঠকছে সিণ্ডিকেটে


কবি মনির হোসেন

১৫ সেপ্টেম্বর ২০২৩ ইং
মনির হোসেন


মনির হোসেন:



অট্টালিকায় হাসো কি দেখছো কাস্তে হাতে কৃষক মাঠে নেংটি মেরে কাজ করছে তাই দেখে।

ফলায় ফসল মাঠে মাঠে শাকসবজি সোনালি আঁশ, সোনা রঙের ধান মাঠে মাঠে।

হাসছো বুঝি ঘৃণায় মুখ ভেংচিয়ে, গায়ের গন্ধ লাগছে নাকি নাকে।

পানিপান্তা খায়, কোদাল দিয়ে মাটি খুঁড়ে সোনার ফসল ফলায়।

হরেক রকম ফল ফলায় আম জাম লিচু কাঁঠাল  নারিকেল পেয়ারা ফল যতো আছে। 

হাসছো বসে নেংটি মারা কৃষক দেখে, ওদের জন্যে বাঁচো তোমরা অন্ন বস্ত্র বাসস্থানে।

তোমরা সব নাট্যমঞ্চের নাট্যকার অভিনয়ে রাজা বাদশা পায়েক পিয়াদার মহারাজ।

সারাটা দিন গতর খাটায় সন্ধ্যা রাতে জারী সারী গানে মাতে, গায়ের ব্যাথায় ঘুমায় রাতে কাজের চিন্তা মাথায় নিয়ে।

সেই কৃষকের ফসল নিয়ে সিণ্ডিকেটে প্রতারক  ফায়দা লুটে, কৃষক ভাই ক্ষুধায় মরে।

কি আজব সিণ্ডিকেট কৃষক পায়না সঠিক মূল্য   ফল ফসলের, মুনাফাখোর ফায়দা লুটে সিণ্ডিকেটে কৃষকের।

এদের ধরো পুরো জেল হাজতে কৃষক বাঁচবে সিণ্ডিকেটের হাত হতে।

 কৃষক পাবে সঠিক মূল্য কাস্তে হাতে হাসবে কৃষক মনের সুখে।

সহর বন্দর হাট বাজারে সিণ্ডিকেট  খপ্পরে কৃষক বেচে দশ টাকায় দালাল বেচে একশো টাকায়।

তদারকে হুঙ্কার ছাড়লে চলবেনা বেচা কেনায় হাট বাজারে দালাল থাকবেনা।

হটাও দালাল বাঁচাও কৃষক বাঁচবে দেশ, সোনার বাংলায় সোনা ফলে কাস্তে হাতে কৃষকের।