লক্ষ্মীপুর রামগতি উপজেলা স্ত্রী ও শশুরকে কুপিয়ে হত্যা


লক্ষ্মীপুর রামগতি উপজেলা স্ত্রী ও শশুরকে কুপিয়ে হত্যা

১৪ সেপ্টেম্বর ২০২৩ ইং
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক:


লক্ষ্মীপুরের রামগতির চর বাদাম এলাকায় পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রী রাশেদা বেগম (২২) ও শ্বশুর আবুল বাশারকে (৫৫) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে জামাতার বিরুদ্ধে। পারিবারিক কলহের জেরে রাশেদার স্বামী সুমন (৩২) এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।


বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় চর বাদাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চৌরাস্তা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শাশুড়ী আঙ্কুরের নেছা (৪৫) গুরুতর আহত হয়েছেন। তাকে সংকটাপন্ন অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।


অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমস এন্ড অপস) হাসান মোস্তফা দুই জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।


স্থানীয়রা জানায়, সুমন তার শ্বশুর আবুল বাশারের কাছ থেকে যৌতুক দাবি করতো। এই বিষয়টি নিয়েই স্ত্রী-শ্বশুর এবং শাশুড়িকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে ঘটনাস্থলেই স্ত্রী রাশেদা ও শ্বশুর আবুল বাশার নিহত হন। এসময় গুরুতর আহত হন শাশুড়ি।

মুক্তির ৭১/নিউজ /দেলোয়ার