ক্রিকেটার মুশফিকুর কন্যা সন্তানের বাবা হলেন


মুশফিকুর রহিম ও তার নবজাতক কন্যা

১২ সেপ্টেম্বর ২০২৩ ইং
স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক:



১১ সেপ্টেম্বর ২০২৩ দ্বিতীয়বারের মত সন্তানের বাবা হলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। ১১ সেপ্টেম্বর সকালে রাজধানীর একটি হাসপাতালে মুশফিকের স্ত্রী জান্নাতুল কিফায়াতের মন্ডির কোলজুড়ে এসেছে এক কন্যা সন্তান। 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেইজ একটি পোস্টের মাধ্যমে দ্বিতীয়বারের মত বাবা হবার বিষয়টি নিশ্চিত করেন মুশফিক। পোস্টের ছবিতে দেখা যায়, মুশফিকের ছেলে শাহরোজ রহিম মায়ানের হাতে একটি প্ল্যাকার্ডে লেখা, ‘ইট ইজ এ গার্ল’।

ঐ ছবির ক্যাপশনে মুশফিক লিখেছেন, ‘আসসালামুআলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের একটি কন্যা সন্তান উপহার দিয়েছেন। মা এবং মেয়ে দু’জনই নিবিড় পর্যবেক্ষণে আছেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে চলমান এশিয়া কাপ সুপার ফোর পর্বে শ্রীলংকার বিপক্ষে ম্যাচ শেষ হবার পরদিন, অর্থাৎ গতকাল দেশে ফিরেন মুশফিক। 

মুশফিকের সাথে দেশে ফিরেন অধিনায়ক সাকিব আল হাসানও। আগামী ১৫ সেপ্টেম্বর সুপার ফোর পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামার আগেই শ্রীলংকায় দলের সাথে যোগ দিবেন মুশফিক-সাকিব।