নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি :
নগরকান্দার তালমায় বিপুল উৎসাহ উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে বুধবার (০৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার তালমা ইউনিয়নের চাপখন্ড কালী মন্দিরে হতে ঢাক-ঢোল পিটিয়ে দিবসটি পালন করা হয়।
স্থানীয় হিন্দু ধর্মালম্বীদের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফরিদপুর জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক, অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া সহ স্থানীয় গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ।
মুক্তির ৭১/নিউজ /মিজানুর