ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, সড়ক অবরোধ


রাস্তায় নিহত ২ জন

১৬ মার্চ ২০২৩ ইং
ঝালকাঠি প্রতিনিধি


 ঝালকাঠি প্রতিনিধিঃ


ঝালকাঠির নলছিটিতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা অনেকক্ষন সড়ক অবরোধ করে রাখে। ১৬ মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলার শিমুলতলা বাজার এলাকায় এ দুর্ঘটনার ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্র তমাল ভট্টাচার্য (১৭)স্থানীয় জেড এ  ভুট্টো মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারে এসএসসি পরীক্ষার্থী ছিল। নিহত ভ্যানচালক আকাশ (১৯) ভ্যানগাড়িতে করে বিভিন্ন খুচরা মালামাল বিক্রয় করতেন।




স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ছেড়ে আসা একটি বাস বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহা সড়কের দপদপিয়া জিরো পয়েন্ট পার হয়ে শিমুলতলা বাজার সংলগ্ন এলাকায় আসলে একটি ভ্যানগাড়ীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক স্কুলছাত্র ও ভ্যানচালক নিহত হয়। নিহত দুজনই ওই এলাকার স্থায়ী বাসিন্দা।




এ ঘটনায় উত্তেজিত স্থানীয় ও ছাত্রজনতা সড়ক  অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় বরিশাল -পটুয়াখালি সড়কের দুপাশে বিপুল সংখ্যাক যানবাহন আটকা পরে। নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে উত্তেজিত জনতাকে সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে শান্ত করে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।




নলছিটি থানার অফিসার ইনচার্জ মু. আতাউর রহমান জানান, স্কুল ছাত্র নিহতের ঘটনায় নিহতের সহপাঠিরা সড়ক  অবরোধ করে রেখেছিল তাদের সড়িয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। উভয়ের লাশ উদ্ধার করে নলছিটি থানায় নিয়ে আসা হয়েছে। তাদের পরিবারের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।