তথ্যপ্রযুক্তি খাতকে এগিয়ে নিতে দরকার সঠিক নীতিমালা প্রণয়ন




২৭ ফেব্রুয়ারী ২০২৩ ইং
sbit

রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে চারদিনের সফটওয়্যার মেলা ‘বেসিস সফটএক্সপো–২০২৩’ গতকাল রাতে শেষ হয়েছে। সন্ধ্যায় মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, প্রণোদনার বদলে নীতিগত সহায়তা শিল্পের চেহারা বদলে দিতে পারে। আর্থিক প্রণোদনা একটা পর্যায়ে নিয়ে যায়, তবে সর্বোচ্চ পর্যায়ে যেতে নীতিগত সহায়তা প্রয়োজন। দেশের তথ্যপ্রযুক্তি খাতকে এগিয়ে নেওয়ার জন্য দরকার সঠিক নীতিমালা। দেশের তথ্যপ্রযুক্তি খাতের উপযোগী সঠিক নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন।

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, আইসিটি বিভাগ এখন সফটওয়্যার ও দক্ষতা উন্নয়নে কাজ করছে। শিক্ষার্থীদের প্রযুক্তি জ্ঞানকে আরও বাড়ানোর জন্য এ বছর থেকে কোডিং, সমস্যা সমাধানের দক্ষতা শিক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২৫ সালের মধ্যে প্রাথমিক স্কুল থেকে ১০ লাখ কোডার তৈরির কাজ চলছে। সরকার যদি ২০২৪ সাল পর্যন্ত শুল্কমুক্ত সুবিধা না দিত তাহলে আজকের আইসিটি খাত এতটা বিকশিত হতো না।