ঈশ্বরদীতে নতুন গেজেট ভুক্ত মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা


প্রধান অতিথির বক্তব্য দেন,সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস।

২২ জুলাই ২০২৩ ইং
ঈশ্বরদী প্রতিনিধি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:


ঈশ্বরদীতে নতুন গেজেট ভুক্ত মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার  ২২ জুলাই বেলা এগারোটায় ঈশ্বরদী আরআরপি কমিউনিটি সেন্টারে "নতুন গেজেট ভুক্ত বীর মুক্তিযোদ্ধা সমন্বয় কমিটি" এ পুনর্মিয় কমিটি" এ পুনর্মিলনী ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে বক্তব্য দেন, পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সদস্য  বীর মুক্তিযোদ্ধা  নুরুজ্জামান বিশ্বাস।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস। 


ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে  বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতিমো: রশিদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি  গোলাম মোস্তফা চান্না মন্ডল ,  সাবেক চেয়ারম্যান হাবিবুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মিন্টু প্রমূখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা সাদেক আলী বিশ্বাস।


প্রধান অতিথি বলেন, মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র প্রতিহত করে শেখ হাসিনা তথা আওয়ামীলীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হব।

মুক্তির ৭১/নিউজ /মামুনুর