পড়াশোনা করার জন্য মেছ করে বাসায় ফেরা হলো না সিফাতের


নিহত সিফাত

০৮ জুলাই ২০২৩ ইং
দুর্গাপুর প্রতিনিধি



 দুর্গাপুর (রাজশাহী)প্রতিনিধি:


রাজশাহী দুর্গাপুর থানার কিসমত গনকৈড় ইউনিয়ন তেতুলতলা নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে ।

তাহেরপুর দুর্গাপুর রোড কিসমত গনকৈড় ইউনিয়ন  (তেঁতুলতলা) স্থানে মমান্তিক সড়ক দুর্ঘটনা'য় চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু ও আহত ৯ জন বর্তমানে চিকিৎসাধীন আছে ।


গতকাল ৭ জুলাই সন্ধা ৭.৩০ মিনিটে তিন মোটরসাইকেল ও সিএনজি দুর্ঘটনায় ১১ জন আহত হয়েছে এরমধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক ছিল।


আশংকাজনক অবস্থায়  তাদের রাজশাহীতে নিয়ের যাওয়ার পর কর্মরত ডাক্তার তাদের মৃত বলে ঘোষণা করেন ঘোষণা করেন। 

মৃত ব্যক্তির নাম  সাহাবুল (১৭)ও (সিফাত(১৮)।


এলাকাবাসী জানান কয়েকজনে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহীতে পাঠানোর পর রাতুগ্রামে শাহাদাত (১৮)নামে একজনের মৃত্যু হয় এবং আজ সকাল ১০ ঘটিকায় রাতুগ্রামে সাহাবুলের নিজ বাসভবনে দাফন কাজ সম্পন্ন হয়েছে। 



এবং রাজশাহী বাগমারা তাহেরপুর পৌরসভার অন্তগত সুলতানপুর গ্রামের বাচ্চু ছেলে, সিফাত (১৮) সিএনজি চড়ে রাজশাহী থেকে আসার দুর্ঘটনায়,  গতরাতে আনুমানিক ভোর ৫ ঘটিকায় রাজশাহীতে মৃত্যুবরণ করেন। 


তাদের মৃত্যুতে এলাকা'য় শোকের ছায়া নেমে এসেছে।




মুক্তির ৭১/ নিউজ /  সমিত