যানজট নিরসনে মহিপুরে ইউএনও’র উচ্ছেদ অভিযান


মহিপুরে উচ্ছেদ অভিযান

০৪ জুন ২০২৩ ইং
কলাপাড়া প্রতিনিধি



কলাপাড়া প্রতিনিধি:


পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে যানজট নিরসনে মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে কলাপাড়া উপজেলা প্রশাসন।

রবিবার (৪জুন) সকালে মহিপুর শেখ রাসেল সেতুর আলীপুর পয়েন্ট সংলগ্ন মহাসড়কে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উপচ্ছেদ করেছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন। এসময় যানজট নিরসনে মহাসড়কে অবৈধভাবে পার্কিং করা মটরসাইকেল স্টান্ডও অন্যত্র সরিয়ে দেন ইউএনও। এর আগে গত সপ্তাহে কলাপাড়ার বিভিন্ন স্থানে মহাসড়ক দখল করে গড়ে তোলা বিভিন্ন স্থাপনাও উচ্ছেদ করেন তিনি। 

এসময় কলাপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, মহাসড়ক দখল করে ব্যাঙ্গের ছাতার মতো গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রসাশনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য কলাপাড়া  উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সাধুবাদ জানিয়ে  ফেসবুকে দিয়ে তার প্রশংসা করেছেন অনেক আমজনতা।


মুক্তির ৭১/নিউজ /রাসেল