ষাটোর্ধ মায়েদের নিয়ে ফল উৎসব উদযাপন


ষাটোর্ধ মায়েদের নিয়ে ফল উৎসব উদযাপন

০৩ জুন ২০২৩ ইং
যশোর প্রতিনিধি


স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ


বেসরকারি উন্নয়ন সংস্থা জয়তী সোসাইটি ষাটোর্ধ মায়েদের নিয়ে প্রতিবছরের ন্যায় এবারও মধুমাসে ফল উৎসব উদযাপন করে। 

আজ শনিবার (৩ জুন) যশোরের মুজিব সড়কে অবস্থিত জয়তী সোসাইটির স্থায়ী কার্যালয়ে ষাটোর্ধ ৪ শত মায়েদের নিয়ে  এ ফল উৎসব উদযাপন করা হয়। 


ষাটোর্ধ মা সেবা কর্মসূচি পরিচালনা কমিটির সহ সভাপতি এ্যাড.আনিসুর রহমান মুকুটের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী সেবা কর্মকর্তা মোনা আফরিন। 

আরও উপস্থিত ছিলেন যশোরের পরিচিত মুখ সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ,যশোর কলেজের অধ্যক্ষ মোস্তাক হোসেন শিম্বা,উপশহর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পরিতোষ বিশ্বাস, দৈনিক স্পন্দন পত্রিকার নির্বাহী সম্পাদক মাহাবুব আলম লাভলু, দৈনিক রানার পত্রিকার নির্বাহী সম্পাদক প্রণব দাস,সমাজ কর্মী মোঃ নাজিম উদ্দীন, সালেহ খাতুন প্রমূখ।

সংক্ষিপ্ত বক্তব্যে, জয়তী সোসাইটির এই মহতী উদ্যোগকে স্বাগত জানানোর সাথে সাথে ষাটোর্ধ মায়েদের ফল দিয়ে আপ্যায়নের এই অনুষ্ঠানে অংশগ্রহনের সুযোগ করার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন । 

উল্লেখ্য আজকের এই ফল উৎসবে গ্রীষ্মকালীন ফল আম, জাম,কাঁঠাল,লিচু ও কলা দিয়ে আপ্যায়ন করা হয় এবং ৪শত জন মায়েদের পরিবারের অন্যান্য সদস্যদের জন্যও আম,জামসহ অন্যান্য পৌঁছে দেওয়া হয়।

মুক্তির ৭১/নিউজ /স্বীকৃতি