বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে কোটচাঁদপুরে আলোচনা সভা; প্রকাশ্যে ধুমপান করায় ৬ জনকে জরিমানা


বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা

০১ জুন ২০২৩ ইং
কোটচাঁদপুর( ঝিনাইদহ) প্রতিনিধি

কোটচাঁদপুর( ঝিনাইদহ) প্রতিনিধি :




প্রকাশ্যে ধূমপান করার অভিযোগে কোটচাঁদপুরে ৬ জনকে ১৫ শ ৫০ টাকা জরিমানা করেছেন সহকারী কমিশনার (ভূমি) নিরুপমা রায়।


বুধবার ৩১ মে পৌর শহরে এ অভিযান পরিচালনা করেন তিনি। 


গতকাল ৩১ মে বুধবার বিশ্ব।তামাকমুক্ত দিবস উপলক্ষে কোটচাঁদপুর উপজেলা প্রশাসন র‍্যালী ও আলোচনা সভা করেন। তামাক নয়, খাদ্য ফলান এ প্রতিপাদ্যে এ বছর পালিত হয়েছে তামাক দিবস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মোছাঃ শরিফুননেসা মিকি।


পরে সহকারী কমিশনার (ভূমি) নিরুপমা রায়, কোটচাঁদপুর পৌর শহরে অভিযান করেন। তিনি বলেন, প্রকাশে ধুমপান করার অভিযোগে ৬ জনকে ১৫শ ৫০ টাকা জরিমানা করা হয়।


তিনি আরো বলেন, ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রন)আইনে তাদের কে এ জরিমানা করা হয়।

মুক্তির ৭১/নিউজ /জোয়ার্দার