হবিগঞ্জে রবীন্দ্র - নজরুল স্বরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান


রবীন্দ্র - নজরুল স্বরণ সভা

২৮ মে ২০২৩ ইং
হবিগঞ্জ সংবাদদাতা


হবিগঞ্জ সংবাদদদাতা:


বাংলার সাহিত্য বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম স্মরণে হবিগঞ্জে বাহুবলে আবৃত্তি পরিষদ উদ্যোগে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়েছে। 

শনিবার, ২৭মে সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে আবৃত্তি পরিষদের তত্ত্বাবধায়ক পংগজ কান্তি গোপ টিটু'র সভাপতিত্বে ও সদস্য আলমগীর কবির এর সঞ্চালনায় 

প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি কর্তা মোঃ রুহুল আমীন, মিরপুর আলিফ সোবহান কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মাহবুবুর রহমান, বাহুবল ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহিন, বিশিষ্ট শিক্ষানুরাগী নিরঞ্জন সাহা নিরু, বাহুবল ডিগ্রী কলেজের বাংলা বিভাগ, বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক সামসুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ, মিরপুর সানশাইন মডেল হাই স্কুলের সভাপতি সামছু উদ্দিন, পশ্চিম ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ ভট্টাচার্য, বিশিষ্ট সাংবাদিক আব্দুল আউয়াল তহবিলদার প্রমুখ। 

স্বাগত বক্তব্য রাখেন বাহুবল আবৃত্তি পরিষদ এর সদস্য সচিব মামুনুর রশীদ। 

 এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী সহ অভিভাবক বৃন্দ এবং সাংবাদিক বৃন্দ।

মুক্তির ৭১/নিউজ /নিছপা