জাতীয় কবির জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান


জাতীয় কবির জন্মদিন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুষ্কার বিতরনী

২৫ মে ২০২৩ ইং
যশোর প্রতিনিধি

যশোর প্রতিনিধি:


জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি ও জেলা প্রশাসন, যশোর  রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং  সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। 

আজ বৃহস্পতিবার (২৫ মে) বাংলাদেশ শিশু একাডেমি যশোর প্রাঙ্গণে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। 


জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মাসুদ উল আলম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএসএ সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব হারুন অর রশীদ ও দীপংকর দাস রতন।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মাসুদ উল আলম বলেন,একজন প্রকৃত মানুষ হয়ে গড়ে উঠতে শিশুদের বেশি বেশি নজরুল ইসলামের সাহিত্য পড়তে হবে। সময় দাবি করছে বিশ্বমানের বাঙালি মানুষ, আর নজরুল সাহিত্য থেকেই আমরা পূর্ণাঙ্গ মানুষ হওয়ার অনুপ্ররণা পাই।


 সবশেষে প্রধান অতিথি কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন।

মুক্তির ৭১/নিউজ /স্বীকৃতি