মূল সড়কের মাটি পরিবহনের সময় ট্রাক্টর চাপায় ভ্যান চালকের মৃত্যু


ঘাতক ট্রাক্টর

২৫ মে ২০২৩ ইং
বাগমারা প্রতিনিধি


বাগমারা(রাজশাহী)প্রতিনিধি:

     


রাজশাহী বাগমারা উপজেলার কোন ভাবেই থামছে না অবৈধ পুকুর খনন, পুকুর খননের মাটি পরিবহনের সময় বুধবার রাত ৮.৩০ মিনিটে ফজলু শাহ নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।


জানা যাই, নিহত মো: ফজলু শাহ (৫৬) পিতা মৃত’আকাস শাহ রাজশাহী বাগমারা ১৩ নং গোয়ালকান্দি ইউনিয়ন দক্ষিণ সাজুড়িয়া গ্রামের বাসিন্দা। তাহেরপুর হতে ভ্যান চালিয়ে ভবানীগঞ্জে দিকে যেতেই প্রেমতলি বাজার স্থানে অবৈধ পুকুর খননের মাটি পরিবহন ট্রাক্টর এর ধাক্কায় রোডে পড়েন জান তারপর আক্কাস আলীকে ট্রাকটর চাপা দিলে সাথে সাথে তার মৃত্যু হয়।


ট্রাক্টর চালক মো: মোকছেদ(৪০) দ্রুত ঘটনার স্থল থেকে ট্রাকটর নিয়ে পালিয়ে যাই।


স্থানীয় সুত্রে জানা যাই, মাটি পরিবহনের ট্রাক্টর গোয়ালকান্দি ইউনিয়নের রামারামা  হাসনিপুর গ্রামের ইয়াছিন (৬৫) পিতা মৃত ছলেমান সরদার এর পুকুর খনন থেকে সোবহান মোল্লার ইট ভাটায় যাচ্ছিলো সেই সময় মর্মান্তিক দুর্ঘটনাটি  ঘটে। 


দুর্ঘটনা ঘটার পর তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জিলালুর রহমান দুর্ঘটনস্থলে পৌঁছান। এবং বাগমারা থানার ওসি ও  বাগমারা ফায়ার সার্ভিস ঘটনা স্থলে পৌঁছে ময়লা তদন্তের জন্য মৃত আক্কাস আলীর লাশ বাগমারা থানায় নিয়ে  যাওয়া হয়।


ভ্যান চালক ফজলুর একমাত্র উর্পাজনের মাধ্যম ছিলো ভ্যান, ভ্যান চালিয়ে সংসার চালাতো, তিন মেয়ে , এরমধ্যে এক মেয়ের বিয়ে হয়েছে, পরিবার জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।


এই বিষয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ ওসি আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মাটিবাহী ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। 

তবে ট্রাক্টর চালক মকছেদ আলী পালিয়ে গেছেন। লাশ ময়না তদন্তের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



মুক্তির ৭১/ নিউজ /সমিত