ঠাকুরগাঁওয়ে শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে আ.লীগের বিক্ষোভ - সমাবেশ


শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে আ.লীগের বিক্ষোভ - সমাবেশ

২৩ মে ২০২৩ ইং
স্টাফ রিপোর্টার


স্টাফ রির্পোটারঃ


প্রকাশ্য জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে গত সোমবার (২২ মে) দুপুরে বিএনপির বিরুদ্ধে  ঠাকুরগাঁওয়ে জেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মিরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

এ উপলক্ষে দুপুরে জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে মমবেত হয়। 

বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা আওয়ামী লীগ,স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মিরা অংশ নেয়। পরে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহা. সাদেক কুরাইশীর সভাপতিত্বে সমাবেশে সভাপতি ছাড়াও বক্তব্য রাখেন জেলা আ.লীগ সহ সভাপতি মাহবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক দিপক কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আ স ম গোলাম ফারুক রুবেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো, কেন্দ্রীয় মহিলা লীগ নেত্রী ও পৌর মেয়র আনজুমানরা বন্যা, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম, যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলাম প্রমুখ। বিক্ষোভ সমাবেশে বক্তারা অবিলম্বে বিএনপির সেই নেতাসহ তাকে মদতদাতাদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি জানান। প্রসঙ্গত: গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় এক জনসভায় জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, আর ২৭ দফা ১০ দফা নাই। এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে এবং শেখ হাসিনাকে পদত্যাগ করতে যা যা করার দরকার আমরা তা করব।

মুক্তির ৭১ /নিউজ / হু.  কবির