শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল-সমাবেশ


প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রীকে হত্যার প্রতিবাদে রাণীশংকৈলে প্রতিবাদ মিছিল

২২ মে ২০২৩ ইং
স্টাফ রিপোর্টার


স্টাফ রির্পোটারঃ

প্রকাশ্য জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সোমবার (২২ মে) সন্ধ্যায় বিএনপির বিরুদ্ধে  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মিরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

এদিন সন্ধ্যায় আ'লীগ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে তারা চৌরাস্তা মোড়ে এক প্রতিবাদ সমাবেশ করে।  উপজেলা আ.লীগ সভাপতি অধ্যাপক সইদুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন-  উপজেলা আ'লীগ সাধারন সম্পাদক তাজউদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ  সম্পাদক আহাম্মদ হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক মেয়র মোস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,পৌর আ'লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, সাবেক মেয়র যুবলীগ নেতা আলমগীর সরকার,

উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ভাইস চেয়ারম্যান সোহেল রানা, যুবলীগ সাধারণ সম্পাদক রমজান আলী প্রমুখ। 

এছাড়াও সমাবেশে উপজেলা আ'লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন আ'লীগ নেতা সহকারি অধ্যাপক প্রশান্ত বসাক।

সমাবেশে বক্তারা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদ জানান এবং ষড়যন্ত্রকারিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান।

মুক্তির ৭১ /নিউজ / হু. কবির