কবিতা : সুখবেলা


ফাতেমা ইসরাত রেখা, সাহিত্য সম্পাদক ; মুক্তির ৭১ নিউজ ডট কম

১৯ মে ২০২৩ ইং
ফাতেমা ইসরাত রেখা


ফাতেমা ইসরাত রেখা:


সম্মুখে ঘোর অন্ধকার আজকাল

বন্ধ দুয়ার খুলে দিয়েছি সযতনে

বৃত্তে আবদ্ধ পথ জানি, তবু হেঁটে চলেছি 

তোমার জানালা এখনো কি খোলা আছে! 

আমার চলার পথের সীমানার পাড়ে? 

সবুজ পাতারা দোল খায় যেখানে 

তোমার দেয়ালে টাঙানো ছবিটার মতো 

বেলি ফুলেরা মিষ্টি সুবাস ছড়ায় চেয়ে দেখো 

সেই প্রথমের ভাবনায় অবিরত। 


সেই চেনা নাম, চেনা হাসি মুখ

ডেকে যায় ঐ চেনা বাড়িটির উঠোনে 

কত সভা আর সমাবেশ হলো তারপর 

কাদা ছোঁড়াছুঁড়ি চললো অপবাদের 

মিথ্যা কিছু অজুহাতে দিন প্রতিদিন

ফিঁকে হয়ে গেলো গোধুলিতে আঁকা ছবি 

তবুও এখনো কী সুন্দর টিকে আছে 

আমাদের ভেতর আত্মবিশ্বাসী সুখবেলা। 


এখনো কেমন বইছে বাসন্তী মলয় 

ধুলোবালি ঝেড়ে চৈত্রের খরতাপের 

তুমিও জানালায় সূর্যাস্ত দেখছো কি প্রেম ভরে! 

যেমন ছিলে দু'চোখের মেঘবালা 

পরিপাটি দিন তবুও বৃষ্টি, রৌদ্র কিংবা মেঘে 

ঝরতো তোমার নাজুক চোখের কোনে।

আজও কি স্বপ্ন দেখছো সেই সে ক্ষণের 

যখন আমিও ছিলাম তোমার সনে?

কৃষ্ণচূড়া কিংবা লতানো ঢেউ খেলা মাধবী বনে। 


ফাতেমা ইসরাত রেখা 

সাহিত্য সম্পাদক 

মুক্তির ৭১ নিউজ ডট কম