কলাপাড়ায় ১০০ দরিদ্র জেলে পেলো বকনা বাছুর


বকনা বাছুর উপহার

১৫ মে ২০২৩ ইং


কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:



।ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায পটুয়াখালীর কলাপাড়ায় নিবন্ধিত মৎস্যজীবীদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সামনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান। 

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল খান, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, প্রেসক্লাব সভাপতি হুমায়ূন কবির, রিপোর্টার্স ক্লাববের সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন   প্রমূখ।

অনুষ্ঠানে উপস্থিত দরিদ্র ২৬ জন দরিদ্র জেলেসহ এ প্রকল্পের আওতায় কলাপাড়ায় মোট একশ দরিদ্র জেলেকে বিকল্প কর্মসংস্থানের এ বকনা বাছুর বিতরণ করা হয়।


মুক্তির ৭১/নিউজ /রাসেল মোল্লা