অসম্ভবকে সম্ভব করল বাংলাদেশ, আয়ারল্যান্ডকে হারাল ৩ উইকেটে


নাজমুল হোসাইন শান্ত

১৩ মে ২০২৩ ইং
স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক:



আবারো একটি কঠিন পরীক্ষায় পাশ করল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সোনার ছেলেরা।

গতকাল স্বাগতিক আয়ারল্যান্ডকে শ্বাসরুদ্ধকর ম্যাচে ৩ উইকেটে হারিয়ে ৩ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল টিম টাইগার্সরা। হাতে ছিল ৩ বল। প্রথম ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়। 

গতকালও খেলার আগে বৃষ্টি হয় যার ফলে ৫ ওভার কমিয়ে ম্যাচ ৪৫ ওভারে আনা হয়। টসে জিতে বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল বোলিং এর সিদ্ধান্ত নেয়। কিন্তু বাংলাদেশের বোলাররা বৃষ্টির সুবিধা নিতে পারেবনি। আয়ারল্যান্ডর ব্যাটাররা বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকে। বাংলাদেশে তিক্ত পরাজয়ের শোধ তুলতে মরিয়া হয়ে ছিল আয়ারল্যান্ডের খেলোয়াড়েরা। ফলে আয়ারল্যান্ড নির্ধারিত ৪৫ ওভারে ৬ উইকেট হারিয়ে পাহাড়সম ৩১৯ রান সংগ্রহ করে। আয়ারল্যান্ডের ট্যাকটর ১১৩ বলে ১৪০ রান করে। ডক্রেল ৪৭ বলে ৭৪ ও এন্ড্রু করে ৫৭ বলে ৪২ রান। 

বাংলাদেশের হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম ২ টি করে উইকেট লাভ করেন। ইবাদত পান ১ উইকেট। 

জবাবে রান তাড়া করতে বাংলাদেশের ব্যাটাররা বেশ সক্রিয় ছিল। টপ ওর্ডারের শান্ত একাই দলকে জয়ের বন্দরে নিয়ে যান। শান্ত করেন ৯৩ বলে ১১৭ রান আর তৌহিদ হৃদয় ৫৮ বলে ৬৮ রান। আর শেষে মুশফিকের ব্যাট দলকে জয়ের পথে নিয়ে যায়। মুশফিক ২৮ বলে অপরাজিত ৩৬ রান করেন। 

শান্ত ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। 

স্কোর: আয়ারল্যান্ড ৩১৯ /৬ (৪৫ ওভার) 

বাংলাদেশ ৩২০/৭ (৪৪.৩ ওভার) 

ফলাফল বাংলাদেশ ৩ উইকেটে জয়ী। 

বাংলাদেশ ৩ ম্যাচ সিরিজ ১-০ এগিয়ে গেল।