নোয়াখালীতে রোগী সেজে ভুয়া চিকিৎসক ধরলেন ইউএনও! ৬ মাসের কারাদণ্ড


ভুয়া চিকিৎসক

১০ মে ২০২৩ ইং
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক:



নোয়াখালীতে রোগী সেজে মাঈন উদ্দিন সবুজ (৪০) নামের এক ভুয়া চিকিৎসককে হাতেনাতে ধরেছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদ। পরে তাকে ছয়মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।


আজ বুধবার (১০ মে) দুপুরে নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জহুরুল হক গ্যারেজের পাশের জাহান কটেজে এ অভিযান চালানো হয়।


দণ্ডপ্রাপ্ত মাঈন উদ্দিন সবুজ ফেনী জেলার সোনাগাজী উপজেলার বাসিন্দা। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা করেছেন। দীর্ঘ ৪ বছর ধরে ভুয়া চিকিৎসক হিসেবে ব্যবস্থাপত্র ও সার্জারি করে আসছেন।


আদালত সূত্র জানায়, মাঈন উদ্দিন সবুজ নিজের নামের পাশে ভুয়া ডিগ্রি ব্যবহার করে চিকিৎসক সেজে নিয়মিত ব্যবস্থাপত্র ও অপারেশন করে আসছেন। প্রতারণার সংবাদে তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এসময় প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।

মুক্তির ৭১/নিউজ /জয়