ফাতেমা ইসরাত রেখা:
এই ফুল পাখি গান, নিত্য কত অভিমান
প্রয়োজনে প্রিয়জন, তারপর ভাঙা মন
আয়োজন কত শত, ভালোবাসা অবিরত
সবকিছু একদা ঠিক মিথ্যা হয়ে যায়,
দূর পথে হেঁটে যেতে, আঘাতে ও অপঘাতে
ডান বাম কত কিছু, বন্ধুর ও উঁচু নীচু
ভাঙাচোরা জীবনও শেষে হাল ছেড়ে দেয়।
হাঁটি হাঁটি শিশু মন, উতলা লাল ফাগুন
চেনা জানা হাততালি, জড়তায় জোড়াতালি
শামুক খোলস ছেড়ে, ধায় কোথা বহু দূরে
খাঁচা ছেড়ে ছুটে পাখি সীমানা পেরিয়ে,
আধুনিক মুখোশে, ঢেকে মুখ প্রকাশে
কতজন ম্যানহোলে, নিজেকে আড়াল করে
চেনা লোক প্রিয় শোক, কিছু অপ্রিয় মুখ
পথের প্রান্তে তবু ঠাঁয় থাকে দাঁড়িয়ে।
এই আলো ভরা রাত, ফুটফুটে বাঁকা চাঁদ
সুন্দর ভাবনারা, যেন রাতে ফোটা তারা
মায়াময় পৃথিবীতে, ভরিয়ে সুখের গীতে
বেঁচে থাকার স্বপ্নকে আলোকিত করে,
এই প্রিয় সংসার, প্রিয় কিছুর সমাহার
মেকি সুখ, মেকি দুখ প্রিয় কথার অসুখ
চেনা খামে চেনা নামে, চেনা কিছু বদনামে
অচিন এক পাখি তবু কত নির্ভয়ে ওড়ে।
ফাতেমা ইসরাত রেখা
সাহিত্য সম্পাদক
মুক্তির ৭১ নিউজ ডট কম
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহিদ আজিজ
৪৪৮ বাউনিয়া,তুরাগ,ওয়ার্ড নং ৫২
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা থেকে প্রচারিত এবং প্রকাশিত।
যোগাযোগ -০১৭৫৫৫১৬৯২১
ইমেইল -info@muktir71news.com