নিউজ ডেস্ক:
এটর্নি জেনারেলের দায়িত্ব পালন করছেন জ্যেষ্ঠ অতিরিক্ত এটর্নি জেনারেল এস এম মুনীর।
আগামী ৩০ জুলাই পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। এ সংক্রান্ত আইন মন্ত্রণালয়ের সার্কুলারে বলা হয়েছে, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন ৩০ জুলাই পর্যন্ত সিঙ্গাপুরে অবস্থান করবেন। এ সময়ে অতিরিক্ত এটর্নি জেনারেল এস এম মুনীর এটর্নি জেনারেলের দায়িত্ব পালন করবেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও জ্যেষ্ঠ আইনজীবী এস এম মুনীরকে অতিরিক্ত এটর্নি জেনারেল হিসেবে ২০২০ সালের ১ সেপ্টেম্বর নিয়োগ দেয় সরকার। বর্তমানে তিনজন অতিরিক্ত এটর্নি জেনারেলের দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে এস এম মুনীর সিনিয়র।