শনিবার, ২৭ জুলাই ২০২৪ ইং
  • প্রচ্ছদ

  • বাংলাদেশ

  • রাজনীতি

  • বিশ্ব

  • বাণিজ্য

  • মতামত

  • খেলা

  • বিনোদন

  • চাকরি

  • জীবনযাপন

  • শিক্ষা

  • প্রযুক্তি

  • গ্যাজেটস

  • সড়ক দুর্ঘটনা

  • ধর্ম

  • আইন আদালত

  • জাতীয়

  • নারী

  • সশস্ত্র বাহিনী

  • গণমাধ্যম

  • কৃষি

  • সাহিত্য পাতা

  • মুক্তিযুদ্ধ

  • আইন শৃঙ্খলা

  • আইন শৃঙ্খলা

  • জীবনযাপন

    বৃষ্টির শুরুতে ভেঙ্গে যাচ্ছে কক্সবাজার মেরিন ড্রাইভ রোড

    স্টাফ রিপোর্টার থেকে
    প্রকাশ: ০৯ জুন ২০২৪ ইং
          98
    ছবি: মেরিন ড্রাইভ রোড
      Print News

    স্টাফ রিপোর্টার 




    কক্সবাজারের মেরিন ড্রাইভ রোড পর্যটক ও কক্সবাজার বাসীর সকলের প্রিয়। পাহাড় আর সাগরের বুক চিরে চলে গেছে কক্সবাজার থেকে টেকনাফ। বর্ষা মৌসুম শুরুতেই বঙ্গোপসাগরের জোয়ারের প্রভাবে মেরিন ড্রাইভ সড়ক এ নতুন করে ভাঙ্গন দেখা দিয়েছে। গত ৮ই জুন শনিবার  সকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, টেকনাফের সাবরাং ইউপির পশ্চিম মুন্ডার ডেইল নৌকাঘাট এলাকায় সড়কের প্রায় ৫০ মিটার ভেঙ্গে  গেছে। যার ফলে সেখানকার প্রায় দুই হাজার পরিবার ঝুঁকির মধ্যে রয়েছে বলে দাবি করছেন স্থানীয়রা। স্থানীয়রা বলছেন বঙ্গোসাগরের পানির উচ্চতা স্বাভাবিকের তুলনায় বেড়ে যাওয়ায় সড়ক রক্ষাকবজ জিও ব্যাগ গুলো দুর্বল হয়ে গেছে। জিও ব্যাগ টপকে বড় বড় ঢেউ আঁচড়ে পড়ছে মেরিন ড্রাইভ সড়কের কিনারায়। এছাড়া আইন অমান্য করে মেরিন ড্রাইভের খুব কাছাকাছি জায়গা থেকে সমুদ্রের বালু উত্তোলন করায় সমুদ্রের পানির উচ্চতা বাড়লে মেরিন ড্রাইভে ভাঙ্গন সৃষ্টি হয়। এদিকে গত দুই দিনে টেকনাফে মেরিন ড্রাইভের তিনটি স্পটে নতুন করে ভাঙ্গন ভাঙ্গন দেখা দিয়েছে। মেরিন ড্রাইভের এই ভাঙ্গন  দেখতে আশপাশের লোকজন সড়কে ভিড় করতেছেন। জোয়ারের আঘাতে ঝাউগাছ উপড়ে ওই অংশের সড়কটির পাড় ভেঙ্গে গেছে। ইটের অংশ দেখা যাচ্ছে। স্থানীয় বাসিন্দা কফিল উদ্দিন বলেন অনিয়ন্ত্রিত গাড়ি চলাচল ও ওইখান থেকে বালি উত্তোলনের ফলে রাস্তাটি নিচের দিকে দেবে যাচ্ছে দিন দিন। জোয়ারের পানি বৃদ্ধির ফলে রাস্তায় এসে ধাক্কা খেয়ে ভাঙ্গন শুরু হয়েছে। এদিকে সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ থাকায় শতাধিক নৌকা সারিবদ্ধ করে সড়কের বিভিন্ন অংশে তুলে রাখা হয়েছে। স্থানীয় বাসিন্দরা বলেন এ ভাঙ্গন অতি দ্রুত রোধ করা না গেলে প্রায় দুই হাজার পরিবার হুমকিতে পড়বে। বন্ধ হয়ে যাবে চাষাবাদ। জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানান তারা। সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য মো: সেলিম বলেন, ভাঙ্গন দ্রুত ঠেকানো না গেলে টেকনাফের সাবরাং ট্যুরিজম পার্ক ও অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে মেরিন ড্রাইভ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। পাশাপাশি স্থানীয়দের চরম ঝুঁকির আশঙ্কা রয়েছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আদনান চৌধুরী ভাঙ্গন পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, সাগরের জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে বেশি হওয়ায় জোয়ারের আঘাতে মেরিন ড্রাইভের কয়েকটি স্পটে ভাঙ্গন সৃষ্টি হয়েছে। তবে ভাঙ্গন রোধে সেনাবাহিনী কাজ শুরু করেছে। খুব অল্প কম সময়ে ভাঙ্গন রোধ করা সম্ভব হবে।


    মুক্তির ৭১/নিউজ / ওমর 

    আপনার মন্তব্য লিখুন
    Total Visitors : 572802

    সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহিদ আজিজ

            ৪৪৮ বাউনিয়া,তুরাগ,ওয়ার্ড নং ৫২

            ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা থেকে প্রচারিত এবং প্রকাশিত।

            যোগাযোগ -০১৭৯৫২৫২১৪২

            ইমেইল -shahidazizmoonna@gmail.com