শনিবার, ২৭ জুলাই ২০২৪ ইং
  • প্রচ্ছদ

  • বাংলাদেশ

  • রাজনীতি

  • বিশ্ব

  • বাণিজ্য

  • মতামত

  • খেলা

  • বিনোদন

  • চাকরি

  • জীবনযাপন

  • শিক্ষা

  • প্রযুক্তি

  • গ্যাজেটস

  • সড়ক দুর্ঘটনা

  • ধর্ম

  • আইন আদালত

  • জাতীয়

  • নারী

  • সশস্ত্র বাহিনী

  • গণমাধ্যম

  • কৃষি

  • সাহিত্য পাতা

  • মুক্তিযুদ্ধ

  • আইন শৃঙ্খলা

  • আইন শৃঙ্খলা

  • রাজনীতি

    কুমিল্লায় যুবদলের দু’পক্ষের গোলাগুলি, ছাত্রদল নেতা গুলিবিদ্ধ

    নিউজ ডেস্ক থেকে
    প্রকাশ: ০৩ জুন ২০২৪ ইং
          115
    ছবি: কুমিল্লায় যুবদলের দু’পক্ষের গোলাগুলি, ছাত্রদল নেতা গুলিবিদ্ধ
      Print News

    নিউজ ডেস্ক:


    কুমিল্লা জেলায় যুবদলের দু’পক্ষের মধ্যে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ফখরুল ইসলাম তুহিন নামে এক ছাত্রদল নেতা গুলিবিদ্ধ হয়েছেন।

    গতকাল রোববার রাত সোয়া ১১টার দিকে নগরীর কান্দির পাড় রামঘাটলা এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ফখরুল ইসলাম মহানগরের ২২ নম্বর ওয়ার্ডের ছাত্রদলের আহ্বায়ক।

    দলীয় সূত্রে জানা যায়, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল নেতা শিবলু ও মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক রিয়াজ উদ্দিন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে অন্তঃকোন্দল চলছে। গত রমজান মাসে ইফতার মাহফিলে এই দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় রিয়াজকে বহিষ্কার করে যুবদলের কেন্দ্রীয় কমিটি। রোববার যুবদল নেতা রিয়াজের বহিষ্কারাদেশটি প্রত্যাহার করে কেন্দ্রীয় যুবদল। পরে রাতে নেতাকর্মীদের নিয়ে মহড়া দেয় রিয়াজ গ্রুপ। এ সময় শিবলু গ্রুপের নেতারা মহড়া দিতে গেলে দু’পক্ষের গোলাগুলি হয়।

    প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত সোয়া ১১টার দিকে সংঘর্ষে শুরুতে কুমিল্লা-লাকসাম সড়কের রামঘাটলা পৌর মার্কেটের সামনে থেকে একটি মাইক্রোবাস থেকে কয়েকজন যুবক ঈশ্বরপাঠশালা গেইট পর্যন্ত ১০/১২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় ফখরুল ইসলাম তুহিন গুলিবিদ্ধ হন। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আরও ৪-৫ জন আহত হয়েছেন। আহত তুহিন রিয়াজ গ্রুপের বলে জানা গেছে। এরপর তারা অস্ত্রের মহড়া দিয়ে বিপরীত পাশের ভিক্টোরিয়া কলেজের গলি দিয়ে চলে যায়।

    এদিকে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    এ বিষয়ে দলের কোনো নেতা মন্তব্য করতে রাজি হননি।

    কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বাসসকে বলেন, খবর পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়েছে। পুলিশ যাওয়ার পর দু’পক্ষ ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে  এবং সিসিটিভির ক্যামেরার ফুটেজগুলো সংগ্রহ করার চেষ্টা করছি। শুনেছি বিএনপির দুই গ্রুপের কমিটির সংক্রান্ত বিষয় নিয়ে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

    এ ব্যাপারে জেলা পুলিশ সুপার মো. আব্দুল মান্নান বলেন, বিএনপির দুই পক্ষের মধ্যে এ ঘটনা ঘটেছে। পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

    সূত্র-বাসস

    আপনার মন্তব্য লিখুন
    Total Visitors : 572982

    সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহিদ আজিজ

            ৪৪৮ বাউনিয়া,তুরাগ,ওয়ার্ড নং ৫২

            ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা থেকে প্রচারিত এবং প্রকাশিত।

            যোগাযোগ -০১৭৯৫২৫২১৪২

            ইমেইল -shahidazizmoonna@gmail.com